হানিফের ‘অস্বাভাবিক সম্পদ’ অনুসন্ধানে দুদকে আবেদন


কুষ্টিয়া-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল-আলম হানিফের সম্পদের অনুসন্ধান করতে দুর্নীতি দমন কমিশনে আবেদন করা হয়েছে।

আজ বুধবার (২ অক্টোবর) দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান বরাবর সুপ্রিম কোর্টের আইনজীবী সালাহ উদ্দিন রিগ্যান ওই আবেদন করেন।

একটি জাতীয় দৈনিকে মাহবুবউল-আলম হানিফের ‘অস্বাভাবিক সম্পদ’ নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়। এসব অভিযোগের অনুসন্ধান করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আবেদন করা হয়েছে।

আবেদনের বিষয়টি ল’ইয়ার্স ক্লাব বাংলাদেশ ডটকমকে নিশ্চিত করে আইনজীবী সালাহ উদ্দিন রিগ্যান বলেন, জাতীয় দৈনিকে নিউজ প্রকাশিত হওয়ার পরও কোনো অনুসন্ধান শুরু না করার কারণে দুদকের প্রতি মানুষের আস্থা ও বিশ্বাস ক্ষুণ্ণ হতে পারে। এজন্য এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে।



Source link

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *