সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর কারাগারে


ডামি নির্বাচনের কারিগর, নির্বাচন কমিশন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সচিব মো. জাহাঙ্গীর আলমকে শিক্ষার্থী ওমর নুরুল আবসার হত্যা মামলায় কারাগারে পাঠিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার (১৫ অক্টোবর) মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুল হুদা চৌধুরীর আদালত এ আদেশ দেন।

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে আসামির উপস্থিতিতে মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক শুভঙ্কর চন্দ্র দাশের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ আদেশ দেন।

মামলার এজহার থেকে জানা যায়, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় উত্তরার জসিমউদদীন রোডের আরকে টাওয়ারের সামনে ছাত্র-জনতার মিছিলে গুলিবিদ্ধ হয়ে নিহত হন বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড বিএটিটির শিক্ষার্থী ওমর নুরুল আবসার। এ ঘটনায় গত ৩১ আগস্ট উত্তরা পশ্চিম থানায় একটি হত্যা মামলা দায়ের করেন নিহত ওমরের মা রুবি আক্তার।

এর আগে গত ০১ অক্টোবর মো. জাহাঙ্গীর আলমকে গুলশান থেকে গ্রেপ্তার করে ডিএমপির গোয়েন্দা বিভাগের (ডিবি) একটি দল। তার পূর্বে গত ১৪ আগস্ট সচিব মো. জাহাঙ্গীর আলমকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। তিনি চলতি বছরের ৭ জানুয়ারি বিতর্কিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় নির্বাচন কমিশন সচিবের দায়িত্ব পালন করেছিলেন। এরইমধ্যে বিভিন্ন মামলায় কয়েকদফা রিমান্ড ভোগ করেছেন সাবেক এ আমলা।



Source link

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *