মুন্সীগঞ্জে ৩ বালু ব্যবসায়ীকে সাজা


আইন অমান্য করে খোলা অবস্থায় নির্মাণ সামগ্রী ও বালু রেখে ব্যবসা পরিচালনা করায় মুন্সীগঞ্জের বাগবাড়ি গ্রামস্থ ধলেশ্বরী নদী ঘেষে গড়ে ওঠা ৩ ব্যবসায়ী প্রতিষ্ঠানের মালিককে অর্থদণ্ড আরোপ করেছেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আওতাধীন পরিবেশের স্পেশাল ম্যাজিস্ট্রেট ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইফতি হাসান ইমরান।

আরও পড়ুন: মুন্সীগঞ্জে বিয়ের অনুষ্ঠানে উচ্চ শব্দে গান বাজানোয় অর্থদণ্ড

গত বুধবার (১ জানুয়ারি) মোবাইল কোর্ট পরিচালনা করে স্পেশাল ম্যাজিস্ট্রেট বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা ২০২২ এর ১৭ বিধি মতে একই বিধিমালার ১১(খ) বিধি লঙ্ঘনের অপরাধে সাফওয়ান এন্টারপ্রাইজ, মেসার্স নূর মোহাম্মদ এন্টারপ্রাইজ ও ভাই ভাই এন্টারপ্রাইজ প্রত্যেককে ৫ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করা হয়৷

আরও পড়ুন: মুন্সীগঞ্জে পরিবেশের ছাড়পত্র না থাকায় প্রিমিয়ার সিমেন্ট ফ্যাক্টরিকে ২ লাখ টাকা অর্থদণ্ড

এছাড়া ৭ দিনের মধ্যে ত্রিপল দিয়ে সমস্ত নির্মাণ সামগ্রী ঢেকে ও রাস্তায় নির্মাণ সামগ্রী যেনো না আসে সেজন্য নিশ্ছিদ্র সীমানা প্রাচীর তৈরি করে ব্যবসা পরিচালনার নির্দেশ প্রদান করা হয়।



Source link

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *