মুন্সীগঞ্জ আদালত প্রাঙ্গণে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি


মুন্সীগঞ্জে হত্যা মামলায় জড়িত প্রকৃত অপরাধীদের যথাযথ শাস্তি, মূল আসামিদের জামিন না দেওয়া ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে আদালত প্রাঙ্গণে অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা।

মুন্সীগঞ্জে গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সজল ও ডিপজল নামে দুই শ্রমিক হত্যার ঘটনায় করা মামলায় গ্রেপ্তার দুই আসামি মাহমুদুল হাসান রাহিম ও জাহাঙ্গীর আলমকে গত সোমবার জামিন দেন আমলি আদালতের বিচারক।

এর পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীরা গতকাল বুধবার (২৫ সেপ্টেম্বর) সকালে এ কর্মসূচি পালন করেন।

বৈষম্যবিরোধী ছাত্রসমাজ এবং সর্বস্তরের জনগণের ব্যানারে সকাল সাড়ে ১১টা থেকে ঘণ্টাব্যাপী মুন্সীগঞ্জ আদালতের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ভবন প্রাঙ্গণে তারা অবস্থান নিয়ে স্লোগান দেন।

অবস্থান কর্মসূচি থেকে গত ৪ আগস্ট মুন্সীগঞ্জ শহরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলা চালিয়ে যারা হত্যা করেছে, শত শত ছাত্র-জনতাকে আহত করেছে, সেসব ঘটনার যথাযথ তদন্ত করে প্রকৃত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানানো হয়।

একই সঙ্গে ষড়যন্ত্রমূলকভাবে নিরপরাধ কাউকে যদি মামলায় জড়ানো হয়, তদন্ত করে তাদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিও জানান তারা।

এর আগে মুন্সীগঞ্জ সুপার মার্কেট এলাকা থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।



Source link

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *