মুচলেকায় মুক্তি পেলেন ফেনী আইনজীবী সমিতির সভাপতিসহ ৭ বিএনপি নেতা


ফেনী জেলা আইনজীবী সমিতির সভাপতি আবদুস সাত্তারসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের সাত নেতাকর্মী ২৪ ঘণ্টা আটক থাকার পর মুচলেকা দিয়ে সোমবার (১৬ ডিসেম্বর) রাতে ছাড়া পেয়েছেন।

সদর উপজেলার ধর্মপুর আমিনবাজার এলাকা থেকে রোববার (১৫ ডিসেম্বর) দিবাগত রাতে তাদের আটক করে সেনাবাহিনী। পরে সকালে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়।

আটকদের মধ্যে ছিলেন- সদর উপজেলার ধর্মপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম সবুজ, সদর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ফরিদুল ইসলাম রাহাত, মো. কাশেম বাচ্চু, জাকের হোসেন ও মো. সাইফ উদ্দিন।

বিভিন্ন সূত্রে জানা যায়, রোববার রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার ধর্মপুর আমিনবাজার এলাকায় বিজয় দিবস উপলক্ষে হই-হুল্লোড় করে মোটরসাইকেল নিয়ে শোডাউন দেন স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

একপর্যায়ে আমিনবাজার সেনাবাহিনীর ক্যাম্প অতিক্রম করার সময় সেনাবাহিনীর কাজে বাধা হয়ে দাঁড়ায় মিছিলটি। এ সময় সিগন্যাল না মানায় সাতজনকে আটক করে সেনাবাহিনী।

আমিন বাজার বিমানবন্দর সেনা ক্যাম্পে দায়িত্বরত ক্যাপ্টেন সাকিব বলেন, তাদের ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। থানা থেকে তথ্য নিতে পারেন। এ বিষয়ে অন্য কোনো মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন তিনি।

এ ব্যাপারে ফেনীর পুলিশ সুপার মো. হাবিবুর রহমান ও ফেনী মডেল থানার মর্ম সিংহ ত্রিপুরা গণমাধ্যমকে বলেন, সকালে তাদের ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়। রাত ৭টায় মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।



Source link

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *