বিজয়-৭১ ভবনের আদালত স্থানান্তরের উদ্যোগে অগ্রগতি


দেশের সর্বোচ্চ আদালতের বিজয়-৭১ কোর্ট ভবনে আইনজীবী ও বিচারপ্রার্থীদের চলাচলে অসুবিধা এবং মামলা পরিচালনায় নানা প্রতিবন্ধকতার বিষয়টি বিবেচনায় নিয়ে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পক্ষ থেকে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। মৌখিকভাবে জানানো ছাড়াও লিখিত আকারেও বিষয়টি অবহিত করা হয়েছে।

প্রথম থেকেই বিজয়-৭১ ভবনের অপরিকল্পিত কাঠামো এবং লিফট সংকট, বিচারকদের নিরাপত্তা ঝুঁকি, আইনজীবী ও বিচারপ্রার্থীদের চলাচলসহ নানা অসুবিধা নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছেন আইনজীবীগণ। বিশেষ করে মোশন বেঞ্চে দায়ের হওয়া মামলার অতিরিক্ত চাপে এই ভবনে আদালত পরিচালনা কঠিন হয়ে পড়েছে। বিচারপতিদেরও পড়তে হচ্ছে বিব্রতকর পরিস্থিতিতে।

এ প্রসঙ্গে একাধিকবার ক্রিমিনাল ও রীট কোর্টগুলোকে মূল ভবন ও এনেক্স ভবনে ভাগ করে রাখার প্রস্তাব দেওয়া হয়।

আরও পড়ুন‘বিজয়-৭১’ ভবন নিয়ে অসন্তোষ: প্রধান বিচারপতির কাছে সাড়ে ৩শ’ আইনজীবীর আবেদন

সম্প্রতি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির অন্তর্বর্তীকালীন কমিটির পক্ষ থেকেও মূল ভবন ও এনেক্স ভবনের খালি/অব্যবহৃত এজলাসসমূহে আদালত স্থানান্তরের অনুরোধ জানানো হয়েছে।

বিষয়টি শিগগিরই সমাধান হবে বলে আশ্বস্ত করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির অন্তর্বর্তীকালীন কমিটির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। তিনি জানান, মাননীয় প্রধান বিচারপতি বিষয়টি সম্পর্কে অবগত এবং ইতোমধ্যেই কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছেন।

সুপ্রিম কোর্ট প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আদালত স্থানান্তরের জন্য আপিল বিভাগের নবনিযুক্ত একজন বিচারপতিকে নতুনভাবে দায়িত্ব প্রদান করা হয়েছে। পূর্বে দায়িত্বপ্রাপ্ত বিচারপতি শারীরিক অসুস্থতার কারণে বিদেশে অবস্থান করায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

প্রত্যাশা করা হচ্ছে, আগামী সপ্তাহের মধ্যেই এই বিষয়ে একটি সিদ্ধান্ত আসতে পারে।

অন্তর্বর্তীকালীন কমিটির সম্পাদক আশাবাদ ব্যক্ত করেন, আগামী ২০ এপ্রিল আদালত পুনরায় চালু হওয়ার পূর্বেই এই যৌক্তিক ও সময়োপযোগী সমস্যার একটি কার্যকর সমাধান আসবে।

 



Source link

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *