বিচারপতিকে ডিম ছুড়ে মারার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ
হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. আশরাফুল কামালকে লক্ষ্য এজলাস কক্ষে ডিম ছুড়ে মারার ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।
আরও পড়ুন: সুপ্রিম কোর্টে নজিরবিহীন ঘটনায় প্রধান বিচারপতির উদ্বেগ
আজ বৃহস্পতিবার (২৮ নভেম্বর) প্রধান বিচারপতি অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্ট বার সমিতির সভাপতিকে এ নির্দেশের কথা জানিয়ে দিয়েছেন।
আরও পড়ুন: বিচারপতিকে ডিম মেরে এজলাস থেকে নামালো একদল আইনজীবী
উল্লেখ্য, ষোড়শ সংশোধনী মামলার রায়ে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে বিরূপ মন্তব্য করার জেরে হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. আশরাফুল কামালকে গতকাল বুধবার আদালত কক্ষে ডিম ছুড়ে মারেন একদল আইনজীবী। এক পর্যায়ে ওই বিচারপতি এজলাস ছেড়ে নেমে যেতে বাধ্য হন।
Leave a Reply