কক্সবাজারে সেনা কর্মকর্তা তানজিম হত্যায় ১৮ জনের বিরুদ্ধে চার্জশিট


মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী : কক্সবাজারের চকরিয়ার ডুলাহাজারায় ডাকাতের ছুরিকাঘাতে নির্মমভাবে নিহত সেনাবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট মো. তানজিম ছারোয়ার নির্জন (২৩) হত্যার ঘটনায় আদালতে ১৮ জনের বিরুদ্ধে চার্জশীট (অভিযোগপত্র) দাখিল করেছে পুলিশ।

রোববার (১৯ জানুয়ারী) চকরিয়ার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তা (আইও), চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অরূপ কুমার চৌধুরী এই চার্জশিট দাখিল করেন।

চকরিয়ার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পুলিশ পরিদর্শক (কোর্ট ইন্সপেক্টর) মো. আনোয়ারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

কোর্ট ইন্সপেক্টর আরো জানান, চাঞ্চল্যকর এই হত্যাকান্ডের ঘটনার তদন্তে পুলিশ ১৮ জনের সম্পৃক্ততা পায়। তাদের বিরুদ্ধেই তদন্তকারী কর্মকর্তা রোববার আদালতে অভিযোগপত্র দাখিল করেছেন। অভিযোগপত্রে নাম থাকা ১৮ জন আসামীর মধ্যে ১২ আসামী ইতোমধ্যে গ্রেপ্তার হয়ে কারান্তরীণ এবং ৬ জন আসামী পলাতক রয়েছেন।

কোর্ট ইন্সপেক্টর আরও জানান, সেনা কর্মকর্তা তানজিম ছারোয়ার নির্জন হত্যাকান্ডের ঘটনায় ডাকাতির প্রস্তুতিসহ হত্যা ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা রুজু হয়েছিল থানায়। দুই মামলাতেই ১৮ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র (চার্জশীট) দাখিল করা হয়েছে। এর মধ্য পলাতক ৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি ও মালামাল ক্রোকী পরোয়ানা জারি করা হয়েছে।

আরও পড়ুনবার ও বেঞ্চের সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের মাধ্যমে বিচারপ্রার্থীদের সুবিচার নিশ্চিত করতে হবে: প্রধান বিচারপতি

মামলার তদন্তকারী কর্মকর্তা চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অরূপ কুমার চৌধুরী জানান, সেনা কর্মকর্তা তানজিম ছারোয়ার নির্জন হত্যাকান্ড ও ঘটনাস্থল থেকে অস্ত্র-গুলি উদ্ধারের ঘটনায় থানায় দুটি মামলা দায়ের হয়েছিল। তন্মধ্যে, ডাকাতির প্রস্তুতিসহ সেনা কর্মকর্তা হত্যার ঘটনায় সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. আবদুল্লাহ আল হারুনুর রশীদ বাদী হয়ে ১৭ জনের নাম উল্লেখ করে মামলা করেন। একইসঙ্গে থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আলমগীর বাদী হয়ে একই আসামীদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করেন।

তদন্ত কর্মকর্তা আরও জানান, সেনা কর্মকর্তা হত্যায় যে ১৭ জনের নামে মামলা হয়েছে সেখান থেকে এই হত্যাকান্ডে ৬ জনের সম্পৃক্ততা না পাওয়ায় তাদের বাদ দেওয়া হয়েছে অভিযোগপত্র থেকে। ব্যাপক তদন্তে বের হয়ে আসা এজাহারের বাইরে থাকা আরও ৭ জনের নাম নতুনভাবে অন্তর্ভুক্ত করে সর্বমোট ১৮ জনের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতিসহ হত্যা ও অস্ত্র আইনে রুজু হওয়া পৃথক মামলায় আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে।

উল্লেখ্য, গত বছরের ২৪ সেপ্টেম্বর ভোররাতে কক্সবাজারের চকরিয়ার ডুলাহাজারা ইউনিয়নের পূর্ব মাইজপাড়ার মাছ ব্যবসায়ী রেজাউল করিমের বসতবাড়িতে সশস্ত্র ডাকাত প্রতিরোধ অভিযানে গিয়ে ডাকাতের ছুরিকাঘাতে সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জন নিহত হন। এ সময় যৌথ বাহিনী ঘটনাস্থল থেকে তিন ডাকাতকে আটক এবং তাদের ফেলে যাওয়া একটি দেশীয় বন্দুক, ছয়টি গুলি উদ্ধার করে সেনাবাহিনী।



Source link

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *