কক্সবাজার বিচার বিভাগে ৫ বিচারকের নিয়োগ-বদলী


মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী : কক্সবাজার বিচার বিভাগ থেকে ৩ জন বিচারককে বদলী এবং ২ জন বিচারককে নিয়োগ দেওয়া হয়েছে।

সুপ্রীম কোর্টের সাথে পরামর্শক্রমে রোববার (১০ নভেম্বর) আইন ও বিচার বিভাগের বিচার শাখা-৩ এর উপসচিব (প্রশাসন-১) এ.এফ.এম গোলজার রহমান স্বাক্ষরিত ২টি পৃথক প্রজ্ঞাপনে কক্সবাজার বিচার বিভাগে নিয়োগ ও বদলী হওয়া ৫ বিচারক সহ একই পদমর্যাদার ৫৬ জন বিচারককে দেশের বিভিন্ন বিচারালয়ে পদায়ন করা হয়।

কক্সবাজার বিচার বিভাগ থেকে অন্যত্র বদলী হওয়া বিচার বিভাগীয় কর্মকর্তারা হলেন, কক্সবাজারের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আবদুল্লাহ আল মামুন-কে লক্ষীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ পদে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি কক্সবাজারে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পদে দায়িত্ব নেওয়ার আগে কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ পদে দায়িত্ব পালন করেছেন। কক্সবাজারের সিজেএম আবদুল্লাহ আল মামুনকে বদলী করা হলেও কক্সবাজারের সিজেএম পদে এখনো কোন বিচারককে নিয়োগ দেওয়া হয়নি।

কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক মোঃ মোশারফ হোসেনকে মৌলভীবাজারের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পদে, কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মোহাম্মদ সাইফুল ইলাহী-কে ফেনীর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পদে বদলী করা হয়েছে।

অন্যদিকে, চট্টগ্রামের চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রবিউল আলম এবং মাদারীপুরের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ-কে কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে।

বদলী করা বিচার বিভাগীয় কর্মকর্তাদের আগামী ১৪ নভেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থলের জেলা ও দায়রা জজ অথবা দপ্তর প্রধানের নিকট দায়িত্ব হস্তান্তর করে বদলীকৃত নতুন কর্মস্থলে যোগদান করতে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।



Source link

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *