কক্সবাজার বিচার বিভাগীয় কর্মচারী কল্যাণ সমিতি গঠিত


মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী : কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল সমূহে কর্মরত কর্মচারীদের নিয়ে কক্সবাজার বিচার বিভাগীয় কর্মচারী কল্যাণ সমিতি গঠন করা হয়েছে।

গত বৃহস্পতিবার (৮ আগস্ট) কক্সবাজার জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে সমিতি গঠনের লক্ষ্যে আয়োজিত কর্মচারীদের এক মতবিনিময় সভায় সমিতির এই আহবায়ক কমিটি গঠন করা হয়।

মতবিনিময় সভায় সর্বসম্মতিক্রমে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের জেলা নাজির বেদারুল আলম-কে আহ্বায়ক, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নং-০২ এর বেঞ্চ সহকারী মোঃ শামীম-কে যুগ্ম আহ্বায়ক, অতিরিক্ত জেলা ও দায়রা জজ, ১ম আদালতের বেঞ্চ সহকারী (সেরেস্তাদার) দেলোয়ার হোসাইন- কে সদস্য সচিব মনোনীত করা হয়।

এছাড়া, জেলা ও দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী তুষার কান্তি ধর’কে যুগ্ম আহ্বায়ক, কুতুবদিয়া সহকারী জজ আদালতের বেঞ্চ সহকারী সাইদুল ইসলাম-কে কোষাধ্যক্ষ, জেলা ও দায়রা জজ আদালতের সেরেস্তা সহকারী আরিফুল ইসলাম-কে প্রচার ও দপ্তর সম্পাদক মনোনীত করা হয়েছে।

এছাড়াও যুগ্ম জেলা ও দায়রা জজ ২য় আদালতের সেরেস্তাদার মোঃ নজরুল ইসলাম, সিনিয়র সহকারী জজ আদালতের সেরেস্তাদার রফিকুল আলম, উখিয়া সহকারী জজ আদালতের সেরেস্তাদার মোঃ মহিউদ্দিন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নং-০১ এর বেঞ্চ সহকারী তৈয়বুল আলম, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নং-০৩ এর বেঞ্চ সহকারী উজ্জল হোসেন এবং জেলা ও দায়রা জজ আদালতের দায়রা সহকারী মাহমুদুল হাসান নোমান-কে সমিতির নির্বাহী সদস্য মনোনীত করা হয়েছে।

মতবিনিময় সভার শুরুতে কক্সবাজার বিচার বিভাগীয় কর্মচারীদের সার্বিক কল্যাণ, তাদের বিভিন্ন সংকট নিরসন, ন্যায্যতা নিশ্চিত করার লক্ষ্যে সমিতি গঠনের উপর গুরুত্বারোপ করে স্বাগত বক্তব্য রাখেন জেলা ও দায়রা জজ আদালতের জেলা নাজির বেদারুল আলম।

তিনি বলেন, বিচার বিভাগীয় কর্মচারীদের একটি ঐকবদ্ধ প্লাটফর্ম খুবই প্রয়োজন। যে প্লাটফর্ম পেশাদারিত্বের মান বাড়াতে, কর্মচারীদের নিয়মিত অধিকারকে সুনিশ্চিত কাজ করবে। পাশাপাশি সকলে সুখে দুঃখে সহজে একে অপরের সারথি হতে পারবে।

এসময় কর্মচারীদের বিভিন্ন সমস্যা নিয়ে অন্যান্যদের মধ্যে আলোচনা করেন, সেরেস্তাদার এর পক্ষে এম. নুরুল কবির, ফরিদ উদ্দিন, বেঞ্চ সহকারীদের এর পক্ষে সেতু বড়ুয়া, ফারুক উল্লাহ, শাহেদুর রহমান, প্রণব কান্তি শর্মা, সমীর পাল বকুল, রাসেল পাল, তোতা মিয়া, মোঃ ছাদেক মিয়া প্রমুখ।

সভায় নবগঠিত সমিতির কার্যক্রমকে এগিয়ে নিতে ও গতিশীল করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রস্তাব গৃহীত হয়।



Source link

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *