এজাহার ও FIR এক বিষয় নয়


ইফতি হাসান ইমরান : এজাহার ও FIR কে অনেকেই একই বিষয় ভাবেন। কিন্তু আইনের চোখে এই দুটো সম্পূর্ণ ভিন্ন ভিন্ন দলিল। দি কোড অব ক্রিমিনাল প্রসিডিওর ১৮৯৮ এর ১৫৪ ধারায় বর্ণিত তথ্যকে (Information) মূলত প্রচলিত বাংলায় ‘এজাহার’ বলা হয়। পুলিশ রেগুলেশন অব বেঙ্গল ১৯৪৩ এ এই ১৫৪ ধারার তথ্যকেই ‘প্রাথমিক তথ্য’ (First Information) বলা হয়েছে।

এজাহার দায়েরের পরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দি কোড অব ক্রিমিনাল প্রসিডিওর ১৮৯৮ এর ১৫৭ ধারা অনুযায়ী এজাহার অনুসারে একটা রিপোর্ট তৈরি করেন। এই রিপোর্টটিই এজাহারের রিপোর্ট বা ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট (FIR) বা প্রাথমিক তথ্য বিবরণী।

কাজেই এজাহার আর FIR এক বিষয় নয়, কারণ একটা এজাহার এবং আরেকটা তার রিপোর্ট। তবে এজাহারকে তথ্য (information) বা প্রাথমিক তথ্য (FI) বলা যেতে পারে, তবে প্রাথমিক তথ্য বিবরণী (FIR) বলার সুযোগ নেই।

এজাহার ও FIR এর মধ্যে সুস্পষ্ট পার্থক্য বিদ্যমান।

১। এজাহারে অপরাধের ঘটনার বর্ণনা থাকে কিন্তু FIR এ পুরো ঘটনার বর্ণনা থাকে না, শুধু অপরাধের নামটা থাকে।
২। এজাহারে অপরাধের ধারা ও আইন উল্লেখ থাকে না। কিন্তু FIR এ অপরাধের ধারা ও আইন উল্লেখ থাকে।
৩। এজাহারে মামলা থানায় দায়েরের সময় এবং ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণের সময় উল্লেখ থাকার সুযোগ নেই। তবে FIR এ এই সময় উল্লেখ থাকে।
৪। এজাহার সিআরপিসির ১৫৪ ধারার বিষয় এবং FIR সিআরপিসির ১৫৭ ধারার বিষয়।

ফলে দি কোড অব ক্রিমিনাল প্রসিডিওর ১৮৯৮ এর ১৫৬(৩) ধারার ক্ষমতাবলে আদালত তার নিকট দায়েরকৃত নালিশী দরখাস্তকে এজাহার হিসেবে গণ্য করার আদেশ দিতে পারেন, কিন্তু FIR করার আদেশ দিতে পারেন না বা সেটা সম্ভবও না। থানার OC মূলত এজাহার দেখে FIR তৈরি করেন।

লেখক: সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, আমতলী, বরগুনা।



Source link

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *