‘আদালত বিরোধীপক্ষের ভূমিকা নেবে এমন প্রত্যাশা করা অনুচিত’


সাধারণ মানুষের প্রতিই যে সুপ্রিম কোর্টের সর্বোচ্চ দায়বদ্ধতা, তা মনে করিয়ে ভারতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এই সতর্কবার্তাও দিলেন, ‘শীর্ষ আদালতকে যেন সংসদের বিরোধীপক্ষের ভূমিকায় দেখার প্রত্যাশা না করা হয়। সেটা আদালতের কাজ নয়।’

দেশটির দক্ষিণ গোয়ায় শনিবার (১৯ অক্টোবর) সুপ্রিম কোর্ট অ্যাডভোকেটস অন রেকর্ড অ্যাসোসিয়েশনের প্রথম সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে ভারতের প্রধান বিচারপতি বলেন, ‘সর্বসাধারণের আদালত মানে এমন প্রত্যাশা করা অনুচিত যে সুপ্রিম কোর্ট বিরোধীপক্ষের ভূমিকা নেবে। অনেক সময়ে অনেক রায়ে সাধারণ মানুষ খুশি হন। আবার কখনও কখনও খুশি হতে পারেন না। ভুল বা যুক্তির দুর্বলতার কারণে কোনও রায়ের সমালোচনা সব সময়েই স্বাগত। কিন্তু মামলার ফলাফল দেখে আদালতের কাজকর্ম বিচার করা ভুল’।

বিভিন্ন মামলার শুনানির লাইভ স্ট্রিমিং শুরু হওয়ার পর সুপ্রিম কোর্ট সম্পর্কে সাধারণের অনেক ভুল ধারণা ভেঙেছে বলেও মন্তব্য করেন ভারতের প্রধান বিচারপতি। তাঁর বক্তব্য, ‘আগে অনেকে ভাবতেন, বিত্তবান, প্রতিপত্তিশালীদের বিষয়েই শুধু শুনানি হয় সুপ্রিম কোর্ট। তা যে নয়, সাধারণ মানুষের নানা সমস্যা নিয়ে মামলার যে লাগাতার শুনানি চলে, সেটা মানুষ এখন সহজেই দেখতে, জানতে পারছেন। তার পরেও অনেকে নানা রকম প্রত্যাশা পূরণ না হলে হতাশ হন। কিন্তু সুপ্রিম কোর্টের দায়িত্ব আইন ও সংবিধান মেনে বিচার করার। তার মধ্যে দিয়েই মানুষের প্রতি দায়বদ্ধ থাকার ভূমিকা পালন করে যেতে হবে।’

সব মুশকিল আসান করা বা কোনও সরকারি পদক্ষেপে জনঅসন্তোষের কণ্ঠস্বর হওয়া যে কোর্টের কাজ নয়, প্রকারান্তরে সেটাই ফের এ দিন মনে করিয়ে দিয়েছেন ভারতের প্রধান বিচারপতি। বিচারক-বিচারপতিদের নিরপেক্ষ থাকা এবং সেই ভূমিকায় আইনি পেশার সবার সমান শ্রদ্ধা রাখার প্রয়োজনীয়তার কথাও বলেছেন তিনি।



Source link

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *