আইনজীবী প্রশিক্ষণ কর্মশালার অনলাইন ফরম পূরণের সময় বাড়ল


প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণে আগ্রহী নবীন আইনজীবীদের অনলাইন ফরম পূরণের সময় বাড়ানো হয়েছে। আইনজীবী প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীরা আগামী ৩১ জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেন।

আইনজীবীদের সনদ প্রদান ও নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের সচিব সিনিয়র জেলা ও দায়রা জজ আবদুর রহমান সরদার সই করা এক বিজ্ঞপ্তিতে সোমবার (১৫ জুলাই) এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৬ মে জারিকৃত বিজ্ঞপ্তির ধারাবাহিকতায় সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আবংলাদেশ বার কাউন্সিলের লিগ্যাল এডুকেশন কমিটির তত্ত্বাবধানে ২০২৪ সালের নবীন আইনজীবীগণের প্রশিক্ষণ কর্মশালার অনলাইন (http://www.barcouncil.gov.bd/ or http://bar.teletalk.com.bd) ফরম-ফিলাপ আবেদন আগামী ৩১ জুলাই পর্যন্ত বর্ধিত করা হলো।

প্রসঙ্গত, যেসকল আইনজীবী ২০২৪ সালে বার কাউন্সিল তালিকাভুক্তি পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়ে আইনজীবী সমিতিতে যোগদান করেছেন, শুধুমাত্র সেই সকল নতুন আইনজীবী এই প্রশিক্ষণে অংশগ্রহণ করতে পারবেন।

ট্রেনিং ফরম পূরণে ইচ্ছুক প্রত্যেক প্রার্থীকে নিজস্ব সচল একটি মোবাইল নম্বর ব্যবহার করে ফরম পূরণের যাবতীয় কার্যাবলী সম্পন্ন করতে হবে। নির্দিষ্ট নম্বরটি সম্পূর্ণ ট্রেনিং প্রক্রিয়াকালে সচল রাখতে হবে। ওই নম্বরে ফরম পূরণ, ট্রেনিং বাবদ ফি জমা হওয়া, ট্রেনিং এর তারিখ ও সময় প্রভৃতি বিষয়ে এসএমএস এর মাধ্যমে জানানো হবে।

উল্লেখ্য, একটি নির্দিষ্ট টেলিটক নম্বর (১৬২২২ এবং ০১৫৫০১৫৫৫৫৫) থেকে পেমেন্ট নিশ্চিতকরণ বার্তা, ইউজার আইডি, পাসওয়ার্ড প্রভৃতি তথ্য আবেদনকারীর স্ব স্ব মোবাইল নম্বরে প্রেরণ করা হবে।

আগ্রহী আইনজীবীদের অনলাইন ফরম পূরণের শেষ ধাপে ট্রেনিং ফি বাবদ সর্বমোট ১ হাজার ৮০ টাকা যে কোন একটি টেলিটক প্রিপেইড নম্বর হতে জমা করতে হবে।

ট্রেনিং সংক্রান্ত বিস্তারিত সিডিউল যথা সময়ে বার কাউন্সিলের ওয়েবসাইটে প্রকাশিত হবে।



Source link

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *