আইনজীবী আলিফের পরিবারকে কোটি টাকা সহায়তার ঘোষণা


ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারীদের সশস্ত্র হামলায় নিহত সাইফুল ইসলামের পরিবারের জন্য একটি স্থায়ী আয়ের ব্যবস্থা নিশ্চিত করতে এক কোটি টাকা অর্থ সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে মানবিক সংগঠন আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন।

ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিন আজ বৃহস্পতিবার (২৮ নভেম্বর) এই উদ্যোগের কথা জানান।

তিনি বলেন, শত কোটি টাকা দিয়েও আমরা শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে তাঁর নিষ্পাপ সন্তানের কাছে ফিরিয়ে দিতে পারব না। কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়েছি, বাংলার জমিনে মাজলুমের প্রতিকী ইতিহাস হয়ে উঠা এই পরিবারের পাশে অন্তত এক কোটি টাকার উপহার নিয়ে দাঁড়াতে চাই।

যা শহীদ সাইফুল ইসলামের আলিফের ছোট্ট মেয়েটির পড়াশোনার দায়িত্ব, ছয় মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীর চিকিৎসা ও আগত সন্তানের ভবিষ্যতের জন্য একটি স্থায়ী আয়ের ব্যবস্থা নিশ্চিত করতে এই উপহার দারুণ ভূমিকা রাখবে।

জানা যায়, আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন এর নিজস্ব তহবিল থেকে প্রাথমিকভাবে ১ লাখ টাকা উপহার দিয়ে এই মহৎ উদ্যোগের যাত্রা শুরু হয়েছে।

দেশবাসীর কাছে এই মানবিক দায়িত্ব পালনে আন্তরিক ভালোবাসায় নিজ নিজ সামর্থ্য অনুযায়ী উপহার নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান অ্যাশ ফাউন্ডেশনে চেয়ারম্যান প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিন।

তিনি জানান, ‘শহীদ পরিবারের জন্য ফাউন্ডেশনের ১ কোটি টাকার উদ্যোগ’ বাস্তবায়নে ফাউন্ডেশনের সদ্য উদ্ভাবিত এবং শতভাগ নিরাপদ প্ল্যাটফর্ম helpnhelper.com এর সংযুক্ত লিংকে ক্লিক করে দেশ-বিদেশ থেকে সহজেই অংশগ্রহণ করা যাবে।

এর মাধ্যমে যেকোনো পরিমাণ উপহার সহজেই প্রদান করতে পারবেন সবাই। এছাড়া তহবিলে কত টাকা জমা হয়েছে, তার লাইভ আপডেটও সাথে সাথে দেখা যাবে।

আগামী ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবসে, উত্তোলিত পুরো উপহার শহীদ পরিবারের হাতে তুলে দেওয়া হবে, helpnhelper.com এ উপহার প্রদানের ক্ষেত্রে যেকোনো সহযোগিতা প্রয়োজন হলে 01841040543 নাম্বারে যোগাযোগ করা যাবে।

এটি শুধু একটি পরিবারের পাশে দাঁড়ানো নয়, বরং ভালোবাসা এবং ঐক্যের একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।



Source link

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *