স্ট্যাম্প জালিয়াতির শাস্তি হবে ভ্রাম্যমাণ আদালতে


স্ট্যাম্প জালিয়াতি করে সরকারি রাজস্ব ফাঁকির শাস্তি মোবাইল কোর্টের (ভ্রাম্যমাণ আদালত) মাধ্যমে দেওয়া যাবে।

এ লক্ষ্যে ‘মোবাইল কোর্ট আইন, ২০০৯’ এর তফসিলে ‘পেনাল কোড, ১৮৬০’ বা ‘দণ্ডবিধি, ১৮৬০’ এর সংশ্লিষ্ট ধারা যুক্ত করে সম্প্রতি প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ।

তফসিলে ‘পেনাল কোড, ১৮৬০’ এর সেকশন-২৬২ যুক্ত করা হয়েছে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

‘সরকারি স্ট্যাম্প ব্যবহার করা, যা আগে ব্যবহার করা হয়েছে’ শিরোনামের ২৬২ সেকশনে বলা হয়েছে, ‘যে ব্যক্তি জালিয়াতি করে বা সরকারের ক্ষতি করার উদ্দেশ্য নিয়ে সরকার কর্তৃক রাজস্বের উদ্দেশ্যে জারি করা স্ট্যাম্প যেকোনো উদ্দেশ্যে ব্যবহার করে, সে জানে যে এটি আগে ব্যবহার করা হয়েছে, এটি তার অপরাধ হিসেবে গণ্য হবে। এক্ষেত্রে তার সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড বা জরিমানা বা উভয় দণ্ড হতে পারে।’



Source link

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *