সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক মমতাজ উদ্দিন কারাগারে


একটি হত্যা মামলায় গ্রেপ্তার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ও আওয়ামী লীগ নেতা মমতাজ উদ্দিনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত সোমবার (১১ নভেম্বর) এ আদেশ দেন। আগের দিন রোববার রাজধানীর উত্তরা এলাকা থেকে মমতাজ উদ্দিন মেহেদীকে গ্রেপ্তার করা হয়।

আদালত–সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, এর আগে উত্তরা পশ্চিম থানায় করা বাস চালক আলমগীর হোসেন হত্যা মামলায় মমতাজ উদ্দিন মেহেদীকে আদালতে হাজির করে সাত দিন রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। তবে মামলার মূল নথি না থাকায় রিমান্ড শুনানি হয়নি। এই শুনানি পরবর্তী সময়ে হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের অপরাধ ও তথ্য বিভাগের উপপরিদর্শক রোকনুজ্জামান।

রাজধানীর উত্তরায় আলমগীর হোসেন নামের এক ব্যক্তিকে গুলি করে হত্যার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩১ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। গত বুধবার রাজধানীর উত্তরা পূর্ব থানায় মামলাটি রেকর্ড করা হয়।

মামলায় দাবি করা হয়েছে, গত ৫ আগস্ট বেলা ১১টার দিকে উত্তরা পূর্ব থানার আজমপুর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিল চলছিল। মিছিলে অংশ নেন আলমগীর হোসেন। স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগের ২০০ থেকে ৩০০ জন ওই মিছিলে গুলি চালান।

আলমগীর মিছিলে গুলিবিদ্ধ হন। আহত আলমগীরকে বাংলাদেশ-কুয়েত মৈত্রী সরকারি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ মামলায় মমতাজ উদ্দিনের নাম রয়েছে।



Source link

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *