সুপ্রিম কোর্ট বারের ক্যান্টিনে গরুর মাংস রান্না-বিক্রিতে অবকাশ পর্যন্ত সময় দিলেন হাইকোর্ট


সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সকল ক্যান্টিনগুলোতে গরুর মাংস রান্না ও বিক্রি চালুর জন্য সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনকে অবকাশকালীন পিরিয়ড পর্যন্ত সময় দিয়েছেন হাইকোর্ট।

এ বিষয়ে দায়ের করা এক রিট আবেদনের শুনানিতে আজ রোববার (১৬ মার্চ) হাইকোর্টের বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আশাফ এর সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন।

সুপ্রিমকোর্ট বার অ্যাসোসিয়েশনের ক্যান্টিন গুলোতে গরুর মাংস রান্না নিষিদ্ধের বিরুদ্ধে হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোঃ মাহমুদুল হাসান।

ইতোপূর্বে এই মামলায় বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আশাফ এর হাইকোর্টের বেঞ্চ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি ও সম্পাদককে তলব করেছিলেন।

অতঃপর বিগত ১৩ জানুয়ারি সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সম্পাদক কোর্টে উপস্থিত হয়ে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সব ক্যান্টিনগুলোতে গরুর মাংস রান্না ও বিক্রির ব্যবস্থা নিতে দুই মাস সময় প্রার্থনা করেন এবং হাইকোর্ট দুই মাস সময় মঞ্জুর করেন।

আজ ১৬ মার্চ মামলাটি পুনরায় হাইকোর্টের কার্যতালিকায় আসে। সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের পক্ষে একজন কার্যনির্বাহী সদস্য হাইকোর্টে উপস্থিত হন।

শুনানিতে মামলার বাদী হাইকোর্টকে অবগত করেন যে, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের মূল ভবনের তৃতীয় তলায় সিয়াম ফুড কর্ণারে গরুর মাংস রান্না ও বিক্রি শুরু হয়েছে। এছাড়া বারের ৩ নং স্টাফ ক্যান্টিনে গরুর মাংস রান্না ও বিক্রি শুরু হয়েছে। কিন্তু আইনজীবীদের মূল ক্যান্টিন তথা ১ নং ক্যান্টিনে গরুর মাংস রান্না করতে দেওয়া হচ্ছে না।

অবশেষে সকল পক্ষের বক্তব্য শ্রবণ করে হাইকোর্ট আগত অবকাশকালীন পিরিয়ডের মধ্যে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের ১নং ক্যান্টিনসহ সকল ক্যান্টিনগুলোতে গরুর মাংস রান্না ও বিক্রির বিষয়ে ব্যাবস্থা নিতে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনকে সময় দেন।

সুপ্রিম কোর্টের আগত অবকাশকালীন ছুটির পর পুনরায় এই মামলাটি হাইকোর্টের কার্যতালিকায় আসবে।



Source link

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *