সুপ্রিম কোর্ট প্রাঙ্গণের ভাস্কর্যটি ভাঙচুরের পর উপড়ে ফেলা হয়েছে


সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বর্ধিত ভবনের সামনে স্থাপিত ভাস্কর্যটি ভাঙচুরের পর উপড়ে ফেলা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এক দল লোক রশি বেঁধে টেনে ভাস্কর্যটি ফেলে দেয়।

আজ বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। এর আগে গতকাল মঙ্গলবার সকালে ইস্পাতের তৈরি ভাস্কর্যটির হাত ও দাঁড়িপাল্লা ধরে থাকা হাত ভাঙা অবস্থায় দেখা যায়।

সুপ্রিম কোর্ট প্রশাসনের একাধিক কর্মকর্তা গণমাধ্যমকে বলেছেন, গ্রিক দেবী থেমিসের আদলে ন্যায়বিচারের প্রতীক হিসেবে গড়ে তোলা ভাস্কর্যটি ভেঙে ফেলা হয়েছে। তবে কে বা কারা এটি করেছেন, তা জানা নেই।

২০১৬ সালের ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে সুপ্রিম কোর্টে প্রবেশের মূল ফটকের বরাবর থাকা লিলি ফোয়ারায় প্রথমে ভাস্কর্যটি বসানো হয়। হেফাজতসহ কয়েকটি ইসলামি সংগঠনের দাবির মুখে ২০১৭ সালের মে মাসে ভাস্কর্যটি বর্ধিত ভবনের সামনে স্থাপন করা হয়।



Source link

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *