সুনামগঞ্জ বন আদালতে প্রথম পাখি হত্যা মামলা


অনলাইনে পরিযায়ী পাখির মাংস বিক্রয়ের উদ্দেশ্যে ফেসবুকে লাইভ করায় দেলোয়ার হোসেন নামে এক ব্যক্তির বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে।

সুনামগঞ্জ বন আদালতে আজ মঙ্গলবার (১৪ জানুয়ারি) মৌলভীবাজারের সদর বন কর্মকর্তা মো. গোলাম সারোয়ার বাদী হয়ে এই মামলা দায়ের করেন।

আদালতের নাজির এনামুল হক জানিয়েছেন, সুনামগঞ্জ বন আদালতে এটি-ই প্রথম পাখি হত্যার মামলা। বন আদালতের বিচারক, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মামলাটি গ্রহণ করেছেন। বুধবার মামলার বিষয়ে নির্দেশনা দেবেন বিচারক।

মামলার বাদী গোলাম সারোয়ার জানান, বন্যপ্রাণি সংরক্ষণ ও নিরাপত্তা আইনের ২০১২’এর ৩৮’এর দুই ধারায় তিনি এই মামলা করেছেন।

মামলায় তিনি আদালতকে জানিয়েছেন, অবৈধভাবে অতিথি পাখি শিকার করে নিজের দখলে রেখেছেন তাহিরপুর উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের দুর্লভপুর গ্রামের মুজিবুর রহমানের ছেলে দেলোয়ার হোসেন।

পরে অনলাইনে বিক্রয়ের উদ্দেশ্যে ‘হাওরপাড়ের মানুষ’ নামের ফেসবুক আইডি থেকে পোস্ট দেওয়া হয়েছে।

এমন নির্মম দৃশ্যের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেখে সরেজমিনে এসে অপরাধীকে ধরার চেষ্টা করলেও, সে পালিয়ে যাওয়ায় আটক করে আইনের আওতায় আনা সম্ভব হয়নি। এজন্য তারা আদালতে মামলা করেছেন।

এই অবস্থায় তাঁর বিরুদ্ধে বন্য প্রাণি সংরক্ষণ ও নিরাপত্তা আইন ২০১২’এর ৩৮’এর দুই ধারায় অপরাধ বিবেচনা করে বিহিত ব্যবস্থা গ্রহণের জন্য আবেদন করেন গোলাম সারোয়ার।



Source link

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *