সাবেক মন্ত্রী মান্নানের জামিন নিয়ে আদালতে আইনজীবীদের হট্টগোল


সাবেক পরিকল্পনামন্ত্রী ও সুনামগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য এম এ মান্নানের জামিন শুনানিতে দু’পক্ষের আইনজীবীদের মধ্যে হট্টগোল হয়েছে।

আজ বুধবার (৯ অক্টোবর) দুপুরে সুনামগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. হেমায়েত উদ্দিনের আদালত ওই জামিন মঞ্জুর করেন।

এর আগে মান্নানের জামিন শুনানিতে দু’পক্ষের আইনজীবীদের হট্টগোলের ঘটনার পরে বিব্রতকর অবস্থায় এজলাস ছাড়েন বিচারক। পরে দুপুর আড়াইটায় শুনানির সময় নির্ধারণ করা হয়।

জানা গেছে, সকাল সাড়ে ১০টায় আদালতে বাদী ও আসামি পক্ষের আইনজীবীরা জামিন শুনানি শুরু করতে চাইলে বাদী পক্ষের আইনজীবীরা আদালতকে বলেন মামলাটি অস্বাভাবিকভাবে তারিখ পড়েছে। মঙ্গলবার মিস কেস করে আজ বুধবার তারিখ পড়েছে। এটি অস্বাভাবিক ঘটনা। বাদী পক্ষের আইনজীবীরা এই মামলার জামিন শুনানিতে প্রস্তুত নন।

এ নিয়ে উভয়পক্ষের আইনজীবীদের মধ্যে তুমুল হট্টগোল শুরু হয়। এক পর্যায়ে আদালতের বিচারক এজলাস ছেড়ে খাস কামরায় চলে যান। পরে আদালত দুপুর আড়াইটার দিকে মামলার জামিন শুনানির সময় নির্ধারণ করে দেন। এরপর শুনানি নিয়ে জামিন মঞ্জুর করেন আদালত।

উল্লেখ্য, ২ সেপ্টেম্বর সুনামগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক নির্জন কুমার মিত্রের আদালতে নাজির আহমদের ছেলে হাফিজ আহমদ বাদী হয়ে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে একটি মামলা দায়ের করেন। বাদী হাফিজ আহমদ সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের এরোয়াখাই গ্রামের বাসিন্দা।



Source link

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *