সাবেক আইনমন্ত্রীর এপিএস অ্যাডভোকেট রাশেদুল কাওসার গ্রেপ্তার


কসবা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক আইনমন্ত্রীর সাবেক একান্ত সহকারী সচিব ও সাবেক কসবা উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট রাশেদুল কাওসার ভূঁইয়া জীবনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৯ অক্টোবর) রাতে পুলিশ তাকে গ্রেপ্তার করে বলে জানা গেছে।

জীবনের পরিবার সূত্রে জানা যায়, শারিরীক অসুস্থতার জন্য ঢাকার কাকরাইলে এক ডাক্তারের চেম্বারে চিকিৎসার জন্য গেলে সেখান থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে পল্টন থানায় নিয়ে যায়।

পল্টন থানার ওসি জানান, হত্যা মামলায় জীবনকে গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে কসবা থানার ওসি (তদন্ত) মো. মনির হোসেনও জীবনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, গত ২১ জুন কসবা উপজেলা পরিষদ নিবার্চনে দ্বিতীয় বারের মতো কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে আইনমন্ত্রীর ফুফাতো ভাই ছায়েদুর রহমান স্বপনের সঙ্গে পরাজিত হয়ে কসবা ছেড়ে ঢাকায় চলে যান রাশেদুল কাওসার ভূঁইয়া জীবন।

বাংলাদেশ আওয়ামী লীগ কসবা উপজেলা শাখার সাধারণ সম্পাদক হওয়া সত্বেও তিনি এলাকায় যোগাযোগ রাখেননি। গত ৫ আগস্ট সরকার পতনের দিন ছাত্র জনতা কসবা রেলওয়ে স্টেশনের পাশে তার ডুপ্লেক্স বাড়িতে অগ্নিসংযোগ করে বাড়ির মালামাল লুটে নেয়।

 



Source link

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *