সভাপতি আমিরুল ও মহাসচিব মাজহারুল


অধস্তন আদালতের বিচারকদের সংগঠন বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি আমিরুল ইসলাম এবং মহাসচিব হয়েছেন মাজহারুল ইসলাম। বুধবার (৩০ অক্টোবর) অনলাইন প্লাটফর্মে নির্বাচন অনুষ্ঠিত হয়।

দীর্ঘ ২৫ বছর পর বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের গণতান্ত্রিক নির্বাচন সফলভাবে সম্পন্ন হয়েছে। বিকেল সাড়ে ৪টা থেকে রাত ৯টা ৪৫ পর্যন্ত অনলাইনে ভোট গ্রহণ কার্যক্রম চলে। বিচার প্রশাসন প্রশিক্ষণ ইন্সটিটিউটের সম্মেলন কক্ষে অনলাইন ভোট গ্রহণ প্রক্রিয়াটি পুরো সময় লাইভ দেখানো হয়।

৬৪ জেলার ২ হাজার ১৮৫ বিচারক এ নির্বাচনে ভোটার ছিলেন। ৯৪ শতাংশ ভোটার তথা ২ হাজার ৩৫ জন ভোটার নির্বাচনে ভোট প্রদান করেন। এতে নির্বাহী কমিটির সভাপতি হিসেবে খুলনা জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আমিরুল ইসলাম এবং মহাসচিব হিসেবে কুষ্টিয়া জেলার যুগ্ম জেলা ও দায়রা জজ মুহাম্মদ মাজহারুল ইসলাম নির্বাচিত হয়েছেন। এছাড়া নির্বাচনে মোট ১৬টি পদে ৪৫ জন বিচারক নির্বাচিত হয়েছেন।

বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের অর্ন্তবর্তী নির্বাহী কমিটির সভাপতি মো. জাকির হোসেন গালিব ও মহাসচিব মোহাম্মদ ফারুক ও বিচার প্রশাসন প্রশিক্ষণ ইন্সটিটিউটের মহাপরিচালক মো. সাব্বির ফয়েজ এ সময়ে উপস্থিত ছিলেন। বিচার প্রশিক্ষণ ইন্সটিটিউটের সম্মেলন কক্ষে উৎসবমূখর ও আনন্দঘন পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়।

এবারের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেন ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ মোঃ নূরে আলম। কমিশনার ছিলেন ঢাকার অতিরিক্ত জেলা ও দায়রা জজ নাসরিন জাহান, ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান ও নাটোরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. শানু আকন্দ।



Source link

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *