শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বলা আওয়ামী লীগ নেতা আটক


বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বলা বরগুনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মো. জাহাঙ্গীর কবিরকে আটক করেছে পুলিশ।

আজ বুধবার (১৪ আগস্ট) ভোর পৌনে ৬টার দিকে বরগুনার আমতলা সড়কে নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।

বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম মিজানুর রহমান এদিন সকাল ১০টার দিকে জানান, “ঢাকা থেকে পিবিআই এর টিম এসে তাকে আটক করেছে।”

আওয়ামী লীগ নেতা কবিরকে আটক করার ক্ষেত্রে বরগুনা “থানা-পুলিশ তাদেরকে সহযোগিতা করেছে” উল্লেখ করে তিনি আরও বলেন, “ওনাকে (জাহাঙ্গীর কবির) ঢাকায় নিয়ে গেছে হয়তো।”

কী কারণে ওই আ’লীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে জিজ্ঞেস করলে তিনি বলেন, “সাবেক প্রধানমন্ত্রীর সাথে ওনার কথোপকথনের একটা ভিডিও ভাইরাল হয়েছে কাল। হয়তো সে কারণে, এটা আমার ধারণা।”

গত ১২ই অগাস্ট ওই নিজ বাড়িতে বসে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মি. রহমানের মোবাইল ফোনে কথা বলার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

সেই ভিডিওতে দেখা যায়, সেখানে উপস্থিত মানুষজন শেখ হাসিনার পক্ষে স্লোগান দিচ্ছেন এবং জাহাঙ্গীর কবির শেখ হাসিনাকে “মনে সাহস” রাখতে বলেন।



Source link

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *