শিশু অপহরণের মামলার আসামিকে দুবার যাবজ্জীবন দিলেন আদালত


সাড়ে ছয় বছর আগে বাসায় বেড়াতে এসে চিপস কিনে দেওয়ার কথা বলে চার বছরের এক কন্যাশিশুকে অপহরণ করে মুক্তিপণ দাবির মামলায় একজনকে দুবার যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ চট্টগ্রামের বিচারক ফেরদৌস আরা সোমবার (১৭ মার্চ) এই রায় দেন।

ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি শফিউল মোরশেদ চৌধুরী বলেন, আদালত আসামি শাখাওয়াত হোসেনকে দুবার যাবজ্জীবন কারাদণ্ড, দুই লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও দুই বছরের সশ্রম কারাদণ্ড, তার সহযোগী কমলা বেগমকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেন।

আদালত সূত্র জানায়, ২০১৮ সালের ১৩ জুন নগরের পতেঙ্গা থানার খেজুরতলা এলাকায় বাসায় বেড়াতে এসে চার বছরের শিশুকন্যাকে চিপস কিনে দেওয়ার কথা বলে নিয়ে যান শাখাওয়াত হোসেন। পরে শিশুটিকে আটকে রেখে পরিবারের কাছে মুক্তিপণ দাবি করা হয়। শাখাওয়াত নগরের ইপিজেড এলাকায় একটি পোশাক কারখানায় কাজ করতেন।

ঘটনার আগে শিশুটির পরিবারে সাবলেট ভাড়াটিয়া হিসেবে থাকতেন। পরে বাসায় বেড়াতে এসে শিশুটিকে অপহরণ করে নিয়ে যান। পরে পুলিশ শিশুটিকে উদ্ধার করে। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে পতেঙ্গা থানায় মামলা করেন।

তদন্ত শেষে একই বছরের ৮ নভেম্বর আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। ২০২০ সালের ২২ অক্টোবর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে এই মামলার বিচার শুরু হয়। পাঁচজন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত এই রায় দেন।

ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী কফিল উদ্দিন বলেন, রায় ঘোষণার সময় হাজির ছিলেন আসামিরা। পরে আদালতের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়।



Source link

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *