শরীয়তপুর বার নির্বাচনে আইনজীবী ফোরামের প্যানেল বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী


শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৪টি পদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সমর্থিত এবং একটি পদে গণঅধিকার সমর্থিত প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

নির্বাচন অনুষ্ঠানে গঠিত কমিটির প্রধান সিনিয়র অ্যাডভোকেট মো. সিরাজুল হক আকন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, নির্বাচনে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম প্যানেল সভাপতি পদে অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম কাশেম ও সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট কামরুল হাসান নির্বাচিত হয়েছেন।

এছাড়া এই প্যানেল থেকে অন্যান্য পদে নির্বাচিতরা হলেন- সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট মো. জালাল আহমেদ সবুজ, সহ-সভাপতি ড. আমিনুল ইসলাম, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট সেলিম আহমদ, সহ-সাধারণ সম্পাদক এনামুল হক এনাম, অর্থ-সম্পাদক মো. রুহুল আমিন হাওলাদার, সাংস্কৃতিক সম্পাদক এইচ, এম লোকমান হোসাইন, অডিট সম্পাদক জাফর ইকবাল মাসুদ, মো. সাখাওয়াত হোসেন মোল্যা, মো. মাহবুবুর রহমান স্বপন, মো. জাকির হোসেন তালুকদার, জয়নাল আবেদীন, মুনিরা আক্তার।

অন্যদিকে গণঅধিকার সমর্থিত প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন লাইব্রেরি সম্পাদক অ্যাডভোকেট মো. জাকির হুসাইন।



Source link

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *