রাজশাহীতে আইনজীবীদের প্রবেশন ও আফটার কেয়ার বিষয়ক প্রশিক্ষণ
রাজশাহীতে প্রবেশন এন্ড আফটার কেয়ার সার্ভিসের গতিশীলতা বৃদ্ধিতে বিজ্ঞ আইনজীবীবৃন্দের ভূমিকা শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রাজশাহীর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কনফারেন্স কক্ষে প্রবেশন কার্যালয়, রাজশাহীর আয়োজনে গতকাল বুধবার (৯ অক্টোবর) এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ কর্মশালায় রাজশাহীর সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমানের সভাপতিত্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলাম।
কর্মশালায় সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান বলেন, প্রবেশন সার্ভিসের বড় স্টেকহোল্ডার হচ্ছেন বিজ্ঞ আইনজীবীগণ। এই সার্ভিসের গতিশীলতা আনয়নের জন্য বিজ্ঞ আইনজীবীদের সক্রিয় ভূমিকা পালন করতে হবে, নইলে এর প্রকৃত সুফল পাওয়া যাবে না।
তিনি তার বক্তব্যে একটি সত্য, সুন্দর, কল্যাণ ও আনন্দের বিচার ব্যবস্থার জন্য বিচারক ও আইনজীবী উভয়কেই সমব্যথী ও সমানুভূতিশীল হওয়ার আহ্বান জানান।
কর্মশালায় আরো বক্তব্য রাখেন সৈয়দ মোস্তাক হাসান, পরিচালক (যুগ্ম সচিব), বিভাগীয় সমাজ সেবা কার্যালয়, রাজশাহী, একই বিভাগের উপপরিচালক মোছাঃ হাসিনা মমতাজ, রাজশাহী বারের সভাপতি এডভোকেট আবুল কাশেম ও সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ জামশেদ আলী। কর্মশালাটি সঞ্চালনা করেন প্রবেশন অফিসার মোঃ মনিরুজ্জামান।
Leave a Reply