যৌতুকের মিথ্যা মামলায় নারীর সাজা, আসামি খালাস


নিজস্ব প্রতিবেদক : যৌতুক দাবির মিথ্যা অভিযোগে মামলা করায় এক নারীকে সাজা দিয়েছেন ঢাকার একটি আদালত। মামলার বাদী নাছিমা আক্তার (৪৪) কে এক হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার (৮ এপ্রিল) ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ জুনাইদ এই রায় ঘোষণা করেন।

আদালতের বেঞ্চ সহকারী আবদুল্লাহ আল মামুন বিষয়টি ল’ইয়ার্স ক্লাব বাংলাদেশ ডটকমকে নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা যায়, ধামরাই উপজেলার গাংগুটিয়া ইউনিয়নের বড় নালাই গ্রামের বাসিন্দা নাছিমা আক্তার ২০২২ সালে তার প্রাক্তন স্বামীর বিরুদ্ধে যৌতুকের মামলা দায়ের করেন।

তবে মামলার সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা করে আদালত মামলাটি মিথ্যা, ভিত্তিহীন এবং হয়রানিমূলক বলে রায় দেন। রায়ে ৬৭ বছর বয়সী আসামীকে খালাস দেওয়া হয়।

মামলার নথি অনুযায়ী, ১৯৯০ সালে নাছিমা আক্তার ও তার স্বামীর বিয়ে হয়। তাদের সংসারে দুই ছেলে সন্তান জন্ম নেয়। পরে স্বামী বিদেশে গিয়েও স্ত্রীর নামে জমি কিনলেও সে বাড়িতে স্বামীর জায়গা হয়নি।

একপর্যায়ে স্ত্রী স্বামীর বিরুদ্ধে সিআর মামলা করেন, যা আদালত খারিজ করে। এরপর দলিল বাতিল সংক্রান্ত মামলা বিচারাধীন থাকা অবস্থায় স্বামী তাকে তালাক দেন।

তালাকের পরই নাছিমা আক্তার প্রাক্তন স্বামীর বিরুদ্ধে যৌতুকের মামলা দায়ের করেন, যা শেষ পর্যন্ত মিথ্যা প্রমাণিত হয়।

আদালত বাদীকে শোকজ করে ফৌজদারি কার্যবিধির ২৫০ ধারায় উক্ত দণ্ড প্রদান করেন।

আইনজীবীরা জানিয়েছেন, এ ধরনের রায় সমাজে মিথ্যা মামলার বিরুদ্ধে সতর্কবার্তা হিসেবে কাজ করবে।



Source link

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *