ম্যাজিস্ট্রেটের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করায় ব্যবসায়ীর কারাদণ্ড


পটুয়াখালীর কুয়াকাটায় সরকারি রাস্তা দখল করে ফ্রিজ রাখা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করায় জাফর মৃধা (৪৫) নামের এক মুদি দোকানিকে দুই মাস ২৮ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

কুয়াকাটা চৌরাস্তা এলাকায় মঙ্গলবার (১২ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কৌশিক আহমেদ এই কারাদণ্ড দেন।

ভ্রাম্যমাণ আদালতের বেঞ্চ সহকারী জানান, কুয়াকাটা চৌরাস্তা এলাকায় মৃধা স্টোরের স্বত্বাধিকারী জাফর মৃধা সড়ক দখল করে ফ্রিজ রেখে ব্যবসা করে আসছেন। এমন খবরে সন্ধ্যায় কুয়াকাটা এলাকায় অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত।

এ সময় কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কৌশিক আহমেদের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত ওই দোকানের সামনে গিয়ে সড়ক থেকে ফ্রিজ সরাতে বলেন।

কিন্তু ওই দোকানি ফ্রিজ না সরিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাকে দুই মাস ২৮ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কৌশিক আহমেদ বলেন, ১৫ নভেম্বর কুয়াকাটায় রাসমেলা হবে। লক্ষাধিক মানুষের সমাগম ঘটবে। তাই কুয়াকাটার শৃঙ্খলা ফেরাতে অভিযান চালানো হয়। অভিযানের সময় ওই দোকানি সড়ক দখল করে ফ্রিজ রাখলে তাকে ফ্রিজ সরাতে বলা হয়।

তিনি বলেন, দোকানি ফ্রিজ না সরিয়ে উল্টো ভ্রাম্যমাণ আদালতের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করে। এ কারণে তাকে কারাদণ্ড প্রদান করা হয়েছে। তিন চার দিন আগে কুয়াকাটার অবৈধ অনেক স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। কুয়াকাটার সৌন্দর্য ফেরাতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।



Source link

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *