মুন্সীগঞ্জে বিয়ের অনুষ্ঠানে উচ্চ শব্দে গান বাজানোয় অর্থদণ্ড


মুন্সীগঞ্জের সদর উপজেলার পৌরসভাস্থ মাঠাপাড়া এলাকায় এক বিয়ের অনুষ্ঠানে উচ্চশব্দে আবাসিক এলাকায় গান বাজানোয় এক ব্যক্তিকে অর্থদণ্ড দিয়েছেন আদালত।

মুন্সীগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আওতাধীন পরিবেশের স্পেশাল ম্যাজিস্ট্রেট ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইফতি হাসান ইমরান মোবাইল কোর্ট পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন।

আরও পড়ুনমুন্সীগঞ্জে পরিবেশের ছাড়পত্র না থাকায় প্রিমিয়ার সিমেন্ট ফ্যাক্টরিকে ২ লাখ টাকা অর্থদণ্ড

আদেশে মাঠপাড়া গ্রামের রোমান হোসেনকে ২ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করেন এবং উচ্চশব্দে গান বাজানো বন্ধ করে অল্প শব্দে গান বাজানোর নির্দেশ দেন।

এসময় উক্ত ম্যাজিস্ট্রেট শব্দের মাত্রা পরিমাপ করে ১০৪ ডেসিবেল তীব্রতা শনাক্ত করেন যা অনুমোদিত মাত্রার দিগুনেরও বেশি।

ফলে আইনানুযায়ী শব্দ দূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা ২০০৬ এর ১৮ বিধি অনুযায়ী এই দন্ড আরোপ করা হয়।



Source link

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *