মির্জা আব্বাসকে হত্যাচেষ্টা, ৩ দিনের রিমান্ডে মেনন


বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের ওপর হামলার ঘটনায় শাহবাগ থানার মামলায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেননের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হক এ আদেশ দেন।

এদিন তাকে কারাগার থেকে আদালতে হাজির করে পুলিশ। এসময় মামলার তদন্ত কর্মকর্তা তার ৫ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। পরে শুনানি শেষে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

জানা যায়, ২০১৮ সালের ১৫ ডিসেম্বর রমনা থানাধীন সেগুনবাগিচায় মির্জা আব্বাসের নেতৃত্বে নির্বাচনী প্রচারণার সময় ঘটনাস্থলে পৌঁছালে আসামি মেননের নির্দেশনায় কয়েকজন দেশীয় অস্ত্রসহ হামলা চালায়। এসময় তারা মির্জা আব্বাসসহ তার সঙ্গে থাকা নেতাকর্মীদের হত্যাচেষ্টা করেন।

এ ঘটনায় বিএনপি নেতা ইমাম হোসেন ইমন বাদী হয়ে গত ২৮ আগস্ট শাহবাগ থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন।



Source link

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *