ভারতে ইলিশ রপ্তানি বন্ধে রিট শুনানির জন্য প্রধান বিচারপতির কাছে আবেদন
বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক ভারতে ৩ হাজার টন ইলিশ রপ্তানির অনুমতির বিরুদ্ধে হাইকোর্টে রিট পিটিশন দায়ের করা হয়েছে। হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় বুধবার (২৫ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী মোঃ মাহমুদুল হাসান এ রিট পিটিশন দায়ের করেন।
রিট আবেদনের ওপর শুনানির জন্য আজ বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) হাইকোর্টে কোন রিট বেঞ্চ না থাকায় প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বরাবর আবেদন করেছেন রিটকারী আইনজীবী।
আরও পড়ুন: ভারতে ইলিশ রপ্তানি বন্ধে এবার হাইকোর্টে রিট
আবেদনের বিষয়টি নিশ্চিত করে অ্যাডভোকেট মাহমুদুল হাসান ল’ইয়ার্স ক্লাব বাংলাদেশ ডটকমকে জানান, আজ হাইকোর্টে কোন রিট কোর্ট নেই। তাই মাননীয় প্রধান বিচারপতির কাছে জরুরী ভিত্তিতে শুনানির ব্যবস্থা করার জন্য আবেদন করেছি।
Leave a Reply