বিতর্কিত ব্যক্তিকে আইন সচিব না করার আহ্বান তরুণ বিচারকদের


বিতর্কিত ব্যক্তিকে আইন সচিব না করার আহ্বান জানিয়েছেন তরুণ বিচারকদের প্ল্যাটফর্ম ‘ইয়াং জাজেস ফর জুডিশিয়াল রিফর্ম’। গত শুক্রবার (৬ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এ দাবি জানায় সংগঠনটি।

বিবৃতিতে বলা হয়েছে, বিগত সরকারের আমলে অন্যায্য সুবিধা নিয়ে বিচার বিভাগকে জনগণের মুখোমুখি দাঁড় করানোর ক্ষেত্রে যারা ভূমিকা রেখেছেন, এ ধরনের বিতর্কিত কোনো ব্যক্তিকে কিংবা চুক্তিভিত্তিক নিয়োগের আওতায় কোনো ব্যক্তিকে আমরা আইন মন্ত্রণালয়ের সচিব হিসেবে দেখতে চাই না।

সচিব পদে আমরা জ্যেষ্ঠ, মেধাবী ও গ্রহণযোগ্য একজন বিচারককে চাই; যিনি বিগত সরকারের বিশেষ সুবিধাভোগী নন এবং যিনি ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে বিচার বিভাগে সত্যিকার সংস্কার আনতে জোরালো ভূমিকা রাখতে সক্ষম হবেন।

এদিকে গত বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ারকে ওএসডি করা হয়।

এর আগে গত ১৩ আগস্ট আইন মন্ত্রণালয়ের যুগ্মসচিব শেখ গোলাম মাহবুবকে আইন কমিশনে বদলি ও বিকাশ কুমার সাহাকে ওএসডি করা হয়। আইন মন্ত্রণালয়ের উপসচিব (প্রশাসন) মোহাম্মদ ওসমান হায়দার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের নিম্নবর্ণিত সদস্যগণকে বর্তমান কর্মস্থল থেকে বদলি করে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাদের নামের পাশে বর্ণিত পদে ও কর্মস্থলে নিয়োগ বা বদলি করা হলো।

যুগ্মসচিব বিকাশ কুমার সাহাকে আইন ও বিচার বিভাগে সংযুক্ত করা হয় এবং যুগ্মসচিব শেখ গোলাম মাহবুবকে আইন কমিশনে বদলি করা হয়।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, কর্মকর্তাগণকে দপ্তর প্রধান কর্তৃক মনোনীত কর্মকর্তার নিকট ১৩ আগস্ট তারিখে বর্তমান পদের দায়িত্বভার অর্পণ করে অবিলম্বে বদলিকৃত কর্মস্থলে যোগদানের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।



Source link

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *