বিডিআর বিদ্রোহের বিস্ফোরক মামলায় ২৫০ জনের জামিন


বিস্ফোরক আইনের মামলায় ২৫০ জন সাবেক বিডিআর সদস্যকে জামিন দিয়েছেন আদালত। ১৫ বছর পর তারা প্রথমবারের মতো জামিন পেলেন।

আজ রোববার (১৯ জানুয়ারি) কেরানীগঞ্জের আদালতে বিস্ফোরক মামলায় যাদের বিরুদ্ধে উচ্চ আদালতে কোনো আপিল করা হয়নি তাদের জামিন দেওয়া হয়।

আসামিদের আইনজীবী অ্যাডভোকেট আমিনুল ইসলাম সাংবাদিকদের বলেন, আদালত বলেছেন, হত্যা মামলায় যারা নিম্ন আদালত থেকে খালাস পেয়েছেন এবং যাদের ক্ষেত্রে সেই রায়ের বিরুদ্ধে সরকার আপিল করেনি এবং তাদের হাইকোর্ট পর্যন্ত আর কোনো সাজা নেই, সেই ২৫০ জনকে জামিন দিয়েছেন আদালত।

যাদের জামিন দেওয়া হয়েছে, সঠিকভাবে তাদের তথ্যপ্রমাণ যাচাই করে জামিনের ব্যবস্থা করার জন্য দুদিন সময় লাগতে পারে।

আগামী দুদিন পরে তারা জামিন পেয়ে যাবেন বলে আশা করেন আইনজীবী অ্যাডভোকেট আমিনুল ইসলাম। পরবর্তী শুনানির জন্য ১০ ফেব্রুয়ারি তারিখ নির্ধারণ করা হয়েছে।

উল্লেখ্য, ২০০৯ সালে তৎকালীন বাংলাদেশ রাইফেলস বা বিডিআর সদর দপ্তর পিলখানায় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় রোববার (১৯ জানুয়ারি) কেরানীগঞ্জের আদালতে শুনানির পর জামিনের এই আদেশ দেন আদালত।

এর আগে গত ৯ জানুয়ারি মামলার শুনানির কথা থাকলেও আলিয়া মাদরাসার শিক্ষার্থীদের প্রতিবাদের মুখে সেদিন শুনানি স্থগিত করেন আদালত। এরপর স্থান পরিবর্তন করে সেটি কেরানীগঞ্জে নির্ধারণ করা হয়।



Source link

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *