বিচারের নামে অবিচার বন্ধ হোক
মোহাম্মদ রাশেদ: ধরুন, কেউ একজন আপনাকে গালে একটি চড় মারল, আবার আরেকজন আপনাকে রশি দিয়ে বেঁধে ঘণ্টার পর ঘণ্টা মারল। এই মারধরের কারণে আপনি ২০ দিন বাড়ি থেকে বের হতে পারেননি। আপনি কি মনে করেন এই দুটি অপরাধ একই রকম? আমি জানি, আপনার উত্তর হবে না। কিন্তু আদালতে এই দুটি অপরাধ সমান বিবেচিত হয়। পুলিশ এই দুই মামলায় দণ্ডবিধির ৩২৩ ধারায় রিপোর্ট করবে, যার শাস্তি এক বছর পর্যন্ত জেল হতে পারে। আর এটি চেয়ারম্যান সাহেবের দ্বারা বিচার্য হবে। তাহলে কি […]
The post বিচারের নামে অবিচার বন্ধ হোক appeared first on lawyersclubbangladesh.
Leave a Reply