বিচারপতি আব্দুর রউফের মৃত্যুতে বিচারকাজ অর্ধদিবস বন্ধ


আপিল বিভাগের সাবেক বিচারপতি ও সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি মোহাম্মদ আবদুর রউফের মৃত্যুতে তার প্রতি শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারকাজ বন্ধ ঘোষণা করা হয়েছে।

আজ রোববার (৯ ফেব্রুয়ারি) সু্প্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ড. আজিজ অহমদ ভূঞা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মরহুমের প্রতি শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে আজ দুপুর ২টা থেকে বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগের বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে।

একইসঙ্গে আপিল বিভাগের চেম্বার আদালতের বিচারকাজ বন্ধ থাকবে। এছাড়া বেলা ১১টার পর আপিল বিভাগের বিচারকাজ বন্ধ ছিল বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

আরও পড়ুন:সাবেক বিচারপতি আবদুর রউফ আর নেই

রোববার সকাল ৯টা ৫০ মিনিটে রাজধানীর মগবাজার ইনসাফ আল বারাকা হসপিটালে আপিল বিভাগের সাবেক বিচারপতি, সাবেক প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ আবদুর রউফ ইন্তেকাল করেন।

এর আগে হৃদযন্ত্রের জটিলতায় হাসপাতালে ভর্তি হন সাবেক বিচারপতি মোহাম্মদ আবদুর রউফ।



Source link

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *