বিইউবিটি ল’ইয়ার্স এসোসিয়েশনের নব নির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ


নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি’ বিইউবিটি ল’ইয়ার্স এসোসিয়েশন (বুলা’র) নব নির্বাচিত পুর্ণাঙ্গ কমিটি দায়িত্ব ভার গ্রহণ করেছেন।

সোমবার (৬ জানুয়ারি) বিকালে ঢাকা আইনজীবী সমিতির হল রুমে আয়োজিত এক আলোচনা সভায় এডহক কমিটির সদস্যগণ নব নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব বুঝিয়ে দেন।

এর আগে, গত ১০ ডিসেম্বর ঢাকা আইনজীবী সমিতির ৯ম তলায় হল রুমে আহ্বায়ক কমিটির সাধারণ সভায় এই নির্বাচন অনুষ্ঠিত হয়।

বিইউবিটি ল’ইয়ার্স এসোসিয়েশন ‘বুলা’র নির্বাচিত দায়িত্বপ্রাপ্তরা হলেন, সংগঠনটির সভাপতি অ্যাডভোকেট মো. আকরামুল ইসলাম, সাধারণ সম্পাদক এইচ.এম. রাশিদুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট মো. কাউসার আহম্মেদ, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল হক ফয়সাল, কোষাধ্যক্ষ অ্যাডভোকেট মো. মিলন হোসেন, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল কাইয়ুম সজীব, দপ্তর সম্পাদক সাদেকুর রহমান তমাল, প্রচার ও প্রকাশনা সম্পাদক অ্যাডভোকেট সাদ্দাম হোসেন, ক্রীড়া সম্পাদক অ্যাডভোকেট মো. লিটন খান, আইন সম্পাদক অ্যাডভোকেট মো. আরিফুল ইসলাম ও সংস্কৃতি সম্পাদক ইশরাত জাহান নুপুর।

নির্বাচিত কমিটির সভাপতি আকরামুল ইসলাম বলেন, বিইউবিটির আইনজীবী ও ছাত্র-ছাত্রীসহ দেশের সকল আইনজীবীর স্বার্থ সংরক্ষণে বুলা কাজ করে যাবো। আগামীতে বুলা যেন আরও উন্নয়নের দিকে যেতে পারে সেজন্য সকলের সহযোগিতা কমনা করেন এ সভাপতি।

সাধারণ সম্পাদক এইচ.এম, রাশিদুল ইসলাম জানান, বুলার অ্যাডভোকেট ডাইরেক্টরি, সাবেক ও বর্তমান ছাত্র-ছাত্রীদের সাথে যোগাযোগ রক্ষা ও আইনজীবী গণের স্বার্থ সংরক্ষণের যে কোন উদ্যোগের সাথে বুলা সম্পৃক্ত থাকবে।

সংগঠনের ফান্ড বৃদ্ধি ও গঠনমূলক কার্যক্রমের সাথে বুলাকে আরও সামনের দিকে এগিয়ে নেওয়া প্রত্যায় ব্যক্ত করেন সংগঠনটির কোষাধ্যক্ষ অ্যাডভোকেট মো. মিলন হোসেন।

বিইউবিটি ল’ইয়ার্স এসোসিয়েশন (বুলা)’র আহবায়ক কমিটির সদস্যরা হলেন, অ্যাডভোকেট আবু বকর সিদ্দিক, অ্যাডভোকেট তৌসিফ মাহমুদ, অ্যাডভোকেট সায়কা জাহান সাথী, অ্যাডভোকেট সায়কা কবির জিতি, অ্যাডভোকেট অনিরুদ্ধ সরকার, অ্যাডভোকেট মেহেদী হাসান (শুভ), অ্যাডভোকেট সাইফ উদ্দিন মজুমদার, অ্যাডভোকেট কাজী হুমায়ুন কবির, অ্যাডভোকেট শেখ হাফিজুর রহমান, অ্যাডভোকেট আবু তাহের রনি ও অ্যাডভোকেট আমিন খান।



Source link

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *