বার কাউন্সিল পরীক্ষার আবেদন ফি কমানোর দাবিতে মানববন্ধন


বাংলাদেশ বার কাউন্সিল এনরোলমেন্ট পরীক্ষায় অযৌক্তিক এবং বৈষম্যমূলক ফি নির্ধারণের প্রতিবাদে মানববন্ধন করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের শিক্ষার্থীরা। এসময় তারা এনরোলমেন্ট পরীক্ষায় ফি কমানোর দাবি জানান।

আজ সোমবার (৩ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে এ মানববন্ধনের আয়োজন করে আইন অনুষদভুক্ত আইন বিভাগ, ল অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট এবং আল ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরা।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, বার কাউন্সিল পরীক্ষায় অযৌক্তিক এবং বৈষম্যমূলক ফি বাতিল চাই। বৈষম্যহীন ফি বাতিল চাওয়া আমাদের অধিকার। আমরা কোনো অন্যায় আবদার করছি না। বিসিএসসহ অন্যান্য পরীক্ষার ফি’র সঙ্গে মিল রেখে বার কাউন্সিলের ফি নির্ধারণ করতে হবে।

আমরা অধিকাংশই সাধারণ পরিবারের সন্তান। এত বেশি ফি’র কারণে আমাদের আবেদন করতে হিমশিম খেতে হয়। টাকা ধার করে আবেদন করতে হয়। অনেক শিক্ষার্থী এই অতিরিক্ত ফি’র কারণে আবেদনই করতে পারেন না। আমরা চাই, আইনজীবী হয়ে দেশের জন্য কাজ করবো। কিন্তু আমরা যদি বিভিন্ন বৈষম্যের কারণে সেই কাঙ্ক্ষিত জায়গায় না যেতে পারি, তাহলে দেশের সেবা করবো কীভাবে!

ল অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী দেলোয়ার হোসাইন বলেন, বাংলাদেশের সব চাকরিতে ২০০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে অথচ বার কাউন্সিলে আমাদের বেশি টাকা দিয়ে আবেদন করতে হয়। আমরা চাই, অনতিবিলম্বে সব চাকরির সঙ্গে মিল রেখে বারের ফি নির্ধারণ করতে হবে নতুবা আমরা আরো কঠোর কর্মসূচি দেবো!

তিনি বলেন, এত বড় একটা গণঅভ্যুত্থান হওয়ার পরেও আমরা বৈষম্য থেকে বের হতে পারিনি। সব চাকরিতে আবেদন ফি একরকম আর বার কাউন্সিল পরীক্ষার আবেদন ফি আরেকরকম! এটা সম্পূর্ণ বৈষম্য! আমরা এই বৈষম্যের অবসান চাই!

এর আগে গত শনিবার (১ মার্চ) বেলা সাড়ে এগারোটায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে বার কাউন্সিল এনরোলমেন্ট পরীক্ষার অতিরিক্ত ফি নির্ধারণের প্রতিবাদে মানববন্ধন করেন বিশ্ববিদ্যালয়ে আইন অনুষদের শিক্ষার্থীরা। এসময় তারা এনরোলমেন্ট পরীক্ষায় ফি কমানোর দাবি জানান।



Source link

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *