বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস এসোসিয়েশনের নির্বাচন ৩০ অক্টোবর, উদ্বোধন করবেন আইন উপদেষ্টা


আগামী ৩০ অক্টোবর বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস এসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রায় ২৫ বছর পর গণতান্ত্রিকভাবে এই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সারা দেশের বিচারকদের মধ্যে নির্বাচন নিয়ে উৎসাহ ও উদ্দীপনা দেখা দিয়েছে।

ইতোমধ্যে অনলাইনে নির্বাচনের সকল কার্যক্রম সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। আগামী ৩০ তারিখ আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল ভোট গ্রহণ কার্যক্রম উদ্বোধন করবেন।

আরও পড়ুনখুলনা জেলা আইনজীবী সমিতির নির্বাচন স্থগিত

গত ২৭ অক্টোবর বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস এসোসিয়েশনের অন্তর্বর্তীকালীন কমিটি আইন উপদেষ্টাকে আমন্ত্রন জানাতে গেলে তিনি আমন্ত্রণ গ্রহণ করেন এবং স্বৈরাচার পতনের পর এটাকে দেশের প্রথম অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে মর্মে মন্তব্য করেন।

এর মধ্য দিয়ে দেশে নিরপেক্ষ নির্বাচনের যাত্রা শুরু হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন আইন উপদেষ্টা।

নির্বাচনের উদ্বোধনী অনুষ্ঠানে আইন উপদেষ্টার সাথে আইন সচিব উপস্থিত থাকবেন। এছাড়া এসোসিয়েশনের কর্তা ব্যক্তি, সংগঠক ও নির্বাচন কমিশনের সদস্যবৃন্দ সেখানে উপস্থিত থাকবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।



Source link

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *