বরগুনার সকল সড়ক ও মহাসড়কে চাঁদা আদায় বন্ধের নির্দেশ আদালতের


বরগুনা জেলার অন্তর্গত সকল সড়ক ও মহাসড়কে পৌরসভার নামে বিভিন্ন যানবাহনের নিকট থেকে টোল (চাঁদা) আদায় বন্ধের নির্দেশ দিয়েছেন বরগুনার দ্রুত বিচার আদালত।

আজ সোমবার (২১ এপ্রিল) দ্রুত বিচার আদালতের বিচারক এস, এম, শরিয়ত উল্লাহ্ এই আদেশ প্রদান করেন।

খোঁজ নিয়ে জানা যায়, বরগুনা জেলার বেতাগী পৌরসভা এলাকার সড়কে চলাচলকারী যানবাহনের নিকট থেকে টোল আদায়ের জন্য বেতাগী পৌরসভার প্রশাসক (উপজেলা নির্বাহী কর্মকর্তা) জনৈক মোঃ খোকন হাওলাদারকে বাংলা ১৪৩২ সনের জন্য পৌর টেম্পুস্ট্যান্ড ইজারা প্রদান করেন।
কিন্তু সেখানে জোরপূর্বক অন্য কয়েকজন ব্যক্তি টোল আদায় করছেন দাবি করে ইজারাদার মোঃ খোকন হাওলাদার বরগুনার দ্রুত বিচার আদালতে তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।

শুনানিকালে আদালতের নিকট প্রতীয়মান হয় যে, সম্পূর্ণ অবৈধভাবে টোল আদায়ের নামে রাস্তা থেকে চাঁদা আদায় করা হচ্ছে। বিষয়টি আদালত গুরুত্বের সঙ্গে বিবেচনায় নেন এবং কোন আইন বা কর্তৃত্ববলে পৌর প্রশাসক (উপজেলা নির্বাহী অফিসার) কর্তৃক এরূপ টোল (চাঁদা) আদায়ের জন্য টেম্পুস্ট্যান্ড ইজারা দেওয়া হয়েছে তা জানাতে নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুনবরগুনায় বিশুদ্ধ খাদ্য আদালতের অভিযানে গ্রেফতার ১

এর আগে, সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগ রিট পিটিশন নং-৪৬৪০/২০২২ এ গত ২১/০৪/২০২২ খ্রি তারিখের আদেশে টার্মিনাল ব্যতীত সকল সড়ক ও মহাসড়ক থেকে টোলের নামে চাঁদা আদায় বন্ধের নির্দেশনা প্রদান করেন।

ঐ নির্দেশনার আলোকে সড়ক ও মহাসড়ক বিভাগ হতে এবং পরে গত ২৫/০৯/২০২২ খ্রি তারিখ স্থানীয় সরকার বিভাগের পৌর-১ শাখা হতে ৪৬.০০.০০০০.০৬৩.১৩.০০২.১৩-১২৬৬নং বিজ্ঞপ্তি দ্বারা সকল পৌরসভাকে টার্মিনাল ব্যতীত সকল সড়ক ও মহাসড়ক থেকে টোলের নামে চাঁদা আদায় বন্ধের নির্দেশনা প্রদান করা হয়।

আদালত তার আদেশে উল্লেখ করেন যে, বিভিন্ন সময় পত্রিকায় প্রকাশিত সংবাদেও দেখা গিয়েছে যে হাইকোর্ট বিভাগের উক্তরূপ আদেশের পরেও বরগুনা জেলার বিভিন্ন এলাকায় পৌরসভার টোলের নামে টার্মিনাল ব্যতিরেকে সড়ক ও মহাসড়ক থেকে চাঁদা আদায় করা হচ্ছে।

এই মামলার কাগজাদপত্র পর্যালোচনাতেও বেতাগী পৌরসভার নামে অবৈধ টোল (চাঁদা) আদায়ের তথ্য পাওয়া যায়।

হাইকোর্ট বিভাগ ও স্থানীয় সরকার বিভাগের নির্দেশনার পরেও উক্ত নির্দেশনা লংঘন করে সড়ক থেকে টোল আদায়ের ইজারা দেওয়ায় কেন সংশ্লিষ্টদের বিরুদ্ধে আদালত অবমাননার দায়ে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য সুপ্রীম কোর্টের নজরে আনা হবে না সেমর্মে কারণ দর্শানোর জন্য প্রশাসক, বেতাগী পৌরসভাকে নির্দেশ প্রদান করা হয়।

একই সাথে বরগুনা জেলাধীন আর কোনও সড়ক ও মহাসড়ক থেকে এধরনের টোল (চাঁদা) আদায় করা হয় কি-না সেমর্মে আদালতকে লিখিতভাবে অবগত করার জন্য সকল পৌরসভার প্রশাসক ও অফিসার ইনচার্জদের নির্দেশ প্রদান করা হয়।

এছাড়া বরগুনা জেলার সকল পৌরসভাকে উক্ত টোল আদায় বন্ধের নিমিত্ত পুনরায় নির্দেশনা প্রদান এবং এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনপূর্বক আদালতকে অবগত করার জন্য উপ-পরিচালক, স্থানীয় সরকার বিভাগ, বরগুনাকে নির্দেশ প্রদান করা হয়।



Source link

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *