প্রধান বিচারপতির সঙ্গে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের বৈঠক


প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক।

আজ মঙ্গলবার (২৯ অক্টোবর) সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির দপ্তরে ৪০ মিনিট ব্যাপী তাদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়।

এসময় প্রতিনিধি দলের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

তবে বৈঠকে কী বিষয়ে আলোচনা হয়েছে তা নিয়ে মুখ খোলেননি ফলকার টুর্ক।

এর আগে সচিবালয়ে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের সঙ্গে সাক্ষাৎ করেন সফররত জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার।

সেখানে তিনি বলেন, জুলাই গণহত্যার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি এটা নিয়ে কাজ করছে।

ফলকার টুর্ক বলেন, আইন উপদেষ্টার সঙ্গে আইনের শাসন প্রতিষ্ঠা এবং মানবাধিকার ইস্যু নিয়ে কথা বলেছি। বর্তমান সরকার বিভিন্ন ক্ষেত্রে সংস্কার উদ্যোগ নিয়েছে, সেক্ষেত্রে মানবাধিকার যেন নিশ্চিত করা হয়, সেটি বলেছি।

এর আগে সোমবার (২৮ অক্টোবর) রাতে দুই দিনের সফরে ঢাকায় পৌঁছান জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার।



Source link

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *