প্রধান বিচারপতির এজলাসে বিচারপ্রার্থীর কান্না


২০২১ সালের আপিল মামলা এখনও শুনানি না হওয়ায় প্রধান বিচারপতির এজলাসে কান্না করেছেন বিচারপ্রার্থী আব্দুর রশিদ (৫৮)।

আজ বুধবার (৪ ডিসেম্বর) সকালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চে এ দৃশ্যের অবতারণা হয়।

প্রধান বিচারপতির বেঞ্চের অন্য তিনজন হলেন- বিচারপতি মো. আশফাকুল ইসলাম, বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি মো. রেজাউল হক।

সকালে আপিল বিভাগে জরুরি মেনশন চলছিল। এসময় আব্দুর রশিদ নিজে প্রধান বিচারপতির এজলাসের ডায়াসের সামনে চলে আসেন। তখন প্রধান বিচারপতি তার কাছে বিষয় জানতে চান। আব্দুর রশিদ কথা বলার সময় কান্নায় ভেঙে পড়েন।

তিনি বলেন, ২০২১ সালের মামলা। আপিল নিষ্পত্তি না হওয়ার কারণে আমার প্রমোশনসহ সবকিছু আটকে আছে। চাকরির বয়স শেষের দিকে। দুই সন্তান ভার্সিটিতে পড়ে, বাসায় বৃদ্ধ মা। সংসার চালাতে কষ্ট হচ্ছে।

তখন প্রধান বিচারপতি বিচারপ্রার্থী আব্দুর রশিদকে আশ্বস্ত করে বলেন, আগামী মাসে আপনার আপিল মামলাটি শুনানির জন্য কার্যতালিকার টপে থাকবে। এ সময় বিচারপ্রার্থী আব্দুর রশিদ আদালতের প্রতি কৃতজ্ঞতা জানান।

এজলাস কক্ষ থেকে বের হয়ে বিচারপ্রার্থী আব্দুর রশিদ গণমাধ্যমকে জানান, তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরি করেন। বলেন, আমি অনেক বৈষম্যের শিকার।



Source link

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *