প্রধান বিচারপতির অভিভাষণ অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মানতে হবে ৮ নির্দেশনা


সারা দেশে কর্মরত বিচার বিভাগীয় কর্মকর্তাদের উদ্দেশে অভিভাষণ দেবেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। আগামী শনিবার (২১ সেপ্টেম্বর) সকাল ১০টায় সুপ্রিম কোর্টের মূল ভবনের ইনার গার্ডেনে প্রধান বিচারপতি বিচার বিভাগীয় কর্মকর্তাদের উদ্দেশে অভিভাষণ দেবেন।

অভিভাষণ অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিগণসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং সকল বিচার বিভাগীয় কর্মকর্তাগণ উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে প্রধান বিচারপতি বিচার বিভাগের জন্য একটি রোডম্যাপ তুলে ধরবেন।

আরও পড়ুন: ২১ সেপ্টেম্বর বিচার বিভাগের রোডম্যাপ ঘোষণা করবেন প্রধান বিচারপতি

প্রধান বিচারপতির অভিভাষণ অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকল বিচার বিভাগীয় কর্মকর্তাদের নিম্নোক্ত নির্দেশনাসমূহ মেনে চলতে হবে –

১. সকাল ৮টা থেকে অনুষ্ঠানস্থলে প্রবেশ শুরু হবে।
২. সকাল সাড়ে ৯টায় প্রবেশ গেইটগুলো বন্ধ হয়ে যাবে তদপরে অনুষ্ঠানস্থলে প্রবেশ করা যাবে না।
৩. অনুষ্ঠানস্থলে প্রবেশের সময় সার্ভিস/অফিসিয়াল আইডি কার্ড প্রদর্শন করতে হবে।
৪. কোনো প্রকার ব্যাগ নিয়ে অনুষ্ঠানস্থলে প্রবেশ করা যাবে না।
৫. মূল ভবনের নিচ তলা ও দ্বিতীয় তলায় স্ন্যাকসের ব্যবস্থা থাকবে।
৬. দুপুর সাড়ে ১২টা থেকে দেড়টা পর্যন্ত সোনালী ব্যাংক সংলগ্ন গেইটের বাহিরে মধ্যাহ্নভোজের আয়োজন থাকবে।
৭. নির্ধারিত বুথ থেকে উপহার সামগ্রী গ্রহণের সময় অবশ্যই অনলাইন রেজিস্ট্রেশনের হার্ড কপি সাথে রাখতে হবে।
৮. অনুষ্ঠানস্থলে বিচার বিভাগীয় কর্মকর্তাগণকে কোনো ব্যক্তিগত/সামষ্টিক নির্বাচনী প্রচার-প্রচারণা থেকে বিরত থাকতে হবে।



Source link

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *