প্যানেল আইনজীবী/পিপি নিয়োগ দেবে দুদক


দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে মামলা পরিচালনায় সুপ্রিম কোর্ট ও সমগ্র বাংলাদেশে জেলাভিত্তিক কিছু প্যানেল আইনজীবী/পিপি সম্পূর্ণ অস্থায়ীভাবে কেস টু কেস ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে।

কমিশনের ওয়েবসাইটে গতকাল মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। আগ্রহী প্রার্থীদের বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে কমিশনের সচিব বরাবর আবেদন করতে হবে।

জেলা পিপি নিয়োগের যোগ্যতা

১. বার কাউন্সিলের তালিকাভুক্ত আইনজীবী হিসেবে জেলা ও দায়রা জজ আদালতসমূহে ন্যূনতম ১০ বছর সক্রিয়ভাবে মামলা পরিচালনার অভিজ্ঞতা।
২. আইনজীবী হিসেবে পরিচালিত দায়রা জজ/বিশেষ জজ আদালতে ন্যূনতম ১০টি মামলা/আপীল নিষ্পত্তির অভিজ্ঞতা (এন আই অ্যাক্ট ও দণ্ডবিধির ৩৮৫/৩৮৭ ধারার মামলা বাদে), তন্মধ্যে ন্যূনতম একটি হত্যা/দুর্নীতি মামলা বং দায়রা আদালতে একটি আপীল দায়েরকৃত থাকা আবশ্যক।

সুপ্রিম কোর্টের আইনজীবীদের যোগ্যতা

১. হাইকোর্ট বিভাগে ন্যূনতম ১০ বছর সক্রিয়ভাবে মামলা পরিচালনার অভিজ্ঞতা।
২. আইনজীবী হিসেবে পরিচালিত হাইকোর্ট বিভাগ/আপীল বিভাগে ন্যূনতম ১০টি মামলা নিষ্পত্তির অভিজ্ঞতা (জামিন বাদে), তন্মধ্যে ন্যূনতম একটি আপীল ও একটি ফৌজদারি রিভিশন দায়েরকৃত থাকা আবশ্যক।
৩. অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ/অতিরিক্ত জেলা ও দায়রা জজদের ক্ষেত্রে আইনজীবী হিসেবে মামলা পরিচালনার অভিজ্ঞতার শর্ত শিথিলযোগ্য। তবে দায়রা জজ হিসেবে ন্যূনতম ১০টি মামলার পূর্ণাঙ্গ রায় প্রদানের অভিজ্ঞতা থাকা আবশ্যক।

অযোগ্যতা

১. কোন রাজনৈতিক দলের পদে থাকলে;
২. কোন ফৌজদারি মামলায় অভিযুক্ত/সাজাপ্রাপ্ত হলে;
৩. নৈতিক স্খলনের দায়ে চাকরীচ্যুত হলে;
৪. কোন উগ্র মতাদর্শে বিশ্বাসী হলে;
৫. ঋণ খেলাপি/বিল খেলাপি হলে।

পারিশ্রমিক: মামলা পরিচালনার জন্য কমিশন কর্তৃক নির্ধারিত হারে পারিশ্রমিক প্রদান করা হবে।

আবেদন করতে প্রয়োজনীয় কাগজপত্র এবং নিয়োগ সংক্রান্ত আরো বিস্তারিত তথ্য জানতে এই লিংকে ক্লিক করুন।



Source link

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *