পোষা বিড়াল হত্যা মামলায় আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা


রাজধানীর মোহাম্মদপুর এলাকার মুক্তিযোদ্ধা টাওয়ারের বাসিন্দা মনসুরের পোষা বিড়াল হত্যার অভিযোগে দায়ের করা মামলায় আসামি আকবর হোসেন শিবলুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

আজ রোববার (২৩ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি. এম. ফারহান ইসতিয়াকের আদালত এ মামলায় মোহাম্মদপুর থানা পুলিশের দেওয়া প্রতিবেদন আমলে নিয়ে আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

মামলার বাদী পিপলস ফর অ্যানিমেল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রতিনিধি নাফিসা নওরীন চৌধুরী এসব তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে বাদীপক্ষের আইনজীবী জাকির হোসেন জানান, গত ৫ ফেব্রুয়ারি আসামির বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়। আদালত অভিযোগের বিষয়ে তদন্ত করে মোহাম্মদপুর থানা পুলিশকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

আজ মামলার তারিখ ধার্য ছিলো। মোহাম্মদপুর থানা পুলিশ আসামি আকবর হোসেন শিবলুর বিরুদ্ধে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে মর্মে তাকে অভিযুক্ত করে প্রতিবেদন দাখিল করেন। আজ আদালত প্রতিবেদন আমলে গ্রহণ করে আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।

এর আগে গত ৫ ফেব্রুয়ারি একই আদালতে নাফিসা নওরীন চৌধুরী বাদী হয়ে এ মামলার আবেদন করেন। ওইদিন আদালত অভিযোগের বিষয়ে মোহাম্মদপুর থানা পুলিশকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

মামলার অভিযোগ থেকে জানা গেছে, গত ১ ফেব্রুয়ারি দুপুরের দিকে মোহাম্মদপুরের মুক্তিযোদ্ধা টাওয়ারের ৯ম তলার মনসুর নামে এক ব্যক্তির বিড়াল হারিয়ে যায়। পরে ভবনের সিসিটিভি ফুটেজে দেখা যায়, আসামি আকবর হোসেন শিবলু বিড়ালটিকে ফুটবলের মতো লাথি মারছেন। লাথির আঘাতে বিড়ালটির নিথর দেহ পড়ে থাকার পরেও পা দিয়ে পাড়া দিয়ে মৃত্যু নিশ্চিত করেন।



Source link

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *