পবিপ্রবি ডিবেটিং সোসাইটির নেতৃত্বে আইন অনুষদের সোহান


আবু হাসনাত তুহিন, পবিপ্রবি প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির নতুন দায়িত্ব পেয়েছেন আইন ও ভূমি প্রশাসন অনুষদের মো: নুরুন্নবী সোহান।

গত সোমবার (১৭ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো: জিল্লুর রহমান ও প্রক্টর অধ্যাপক আবুল বাশার খান স্বাক্ষরিত এক অফিস আদেশে এই দায়িত্ব প্রদান করা হয়।

এই অফিস আদেশ অনুযায়ী পিএস্টিইউডিএস এর নবনির্বাচিত সভাপতি হলেন আইন ও ভূমি প্রশাসন অনুষদের মো: নুরুন্নবী সোহান এবং সাধারণ সম্পাদক হলেন মাৎস্যবিজ্ঞান অনুষদের তাহসিন রহমান। এছাড়াও প্রশাসনিক সহ সভাপতির দায়িত্ব পালন করবেন সাদিয়া হক রাইসা, ঐন্দ্রিলা সাহা, সাকিবুল হাসান রাহাদ, ইব্রাহিম ইবু ও সাইফুল আরেফিন।

বিতর্ক ও কর্মশালা বিষয়ক সহ সভাপতির দায়িত্ব পালন করবেন নাফিয়া নাওয়ার, এস এম ওমর, মো: সাইদুর রহমান, সাব্বির আহমেদ ও জুবাইর ইবনে আনোয়ার। প্রশাসনিক সহ-সাধারণ সম্পাদক এর দায়িত্ব পালন করবেন লামিয়া কবির ফাল্গুনী, উদিতা সরকার চন্দ্রবিন্দু, মাহিমা চৌধুরী, ইব্রাহিম খলিল ও তালহা রশিদ। বিতর্ক ও কর্মশালা বিষয়ক সহ সাধারণ সম্পাদক হিসেবে আছেন মো: সাকলাইন মোস্তাক শাকিল।

এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন আরমান বিন আওলাদ ও সহ সাংগঠনিক সম্পাদক নওশীন এহসান এশা। এছাড়া প্রচার সম্পাদক হিসেবে মো: জয় ভাঙ্গী, দপ্তর সম্পাদক হিসেবে সুদীপ্ত মজুমদার ও কোষাধ্যক্ষ হিসেবে মোহাম্মদ বিন সালাম দায়িত্ব পালন করবেন।

আরও পড়ুনপবিপ্রবি স্কাউটের সিনিয়র রোভার মেট আইন অনুষদের বেনজিন

এ ব্যাপারে সদ্য দায়িত্বপ্রাপ্ত সভাপতি মো: নুরুন্নবী সোহান বলেন, “পবিপ্রবি ডিবেটিং সোসাইটির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করা আমার জন্য এক বিশেষ সম্মান এবং চ্যালেঞ্জ। এজন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই আমাদের প্রধান পৃষ্ঠপোষক পবিপ্রবির মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম স্যারকে।

পাশাপাশি ধন্যবাদ জানাই প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মোঃ জিল্লুর রহমান স্যার এবং চিফ মডারেটর প্রফেসর আবুল বাশার খান স্যারকে, যাঁদের দিকনির্দেশনা আমাদের পথপ্রদর্শক। বিশেষভাবে ধন্যবাদ জানাই সাবেক প্রেসিডেন্ট মেহেদী হাসান ভাইকে এবং পূর্বের কমিটির সকল সদস্যকে, যাঁদের অভিজ্ঞতা ও পরামর্শ আমাদের এগিয়ে যেতে অনুপ্রাণিত করে।

আমাদের এক্সিকিউটিভ কমিটির প্রতিটি সদস্যের মেধা, বিচক্ষণতা এবং যুক্তিচর্চার প্রতি ভালোবাসা আমাদেরকে ভবিষ্যতে আরও এগিয়ে নেবে বলে আমি বিশ্বাস করি। আমরা সবাই মিলে পবিপ্রবি ডিবেটিং সোসাইটিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে প্রতিজ্ঞাবদ্ধ। আমাদের ডিবেটিং সোসাইটি ডিবেট সার্কিটে এক অনন্য ভূমিকা রাখবে।”

অনুভূতি ব্যক্ত করতে গিয়ে সদ্য নিযুক্ত সাধারণ সম্পাদক তাহসিন রহমান বলেন, “ডিবেটিং সোসাইটির সেক্রেটারি হওয়ার অনুভূতি প্রকাশ করতে গিয়ে তাহসিন রহমান বলেন, আমি বিশ্বাস করি, বিতর্ক শুধু যুক্তি তর্কের খেলা নয়, বরং এটি চিন্তার প্রসার ও বিশ্লেষণী দক্ষতা বৃদ্ধির এক শক্তিশালী মাধ্যম।

একজন ভালো বিতার্কিক যেকোনো বিষয়ে গভীরভাবে চিন্তা করতে শেখে এবং নিজের মতামত যুক্তিসঙ্গতভাবে উপস্থাপন করতে পারে। বিতর্ক আমাদের শুধু কথা বলার ক্ষমতা বাড়ায় না, বরং শ্রবণ ও বিশ্লেষণের ক্ষমতাও বাড়ায়। এটি আত্মবিশ্বাস গড়ে তোলে এবং যে কোনো পরিস্থিতিতে যৌক্তিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে।সাধারণ শিক্ষার্থীদের চিন্তা, যুক্তি বিশ্লেষণ এর প্রসার ঘটানো এবং জায়গা তৈরি করাই আমাদের লক্ষ্য।”



Source link

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *