পদ্মার বালু লুট, আদালতের স্বপ্রনোদিত আদেশে পিবিআইকে তদন্তের নির্দেশ


নিজস্ব সংবাদদাতা : ঢাকার দোহার উপজেলার পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু লুটের ঘটনার বিষয়ে জাতীয় পত্রিকায় প্রকাশিত সংবাদ আমলে নিয়ে ঢাকার এক আদালত স্বপ্রণোদিত তদন্তের নির্দেশ দিয়েছেন।

সম্প্রতি দৈনিক কালের কন্ঠ পত্রিকায় দোহার উপজেলার পদ্মা নদী হতে প্রভাবশালী গোষ্টি কর্তৃক অবৈধ বালু উত্তোলন এর বিষয়ে সংবাদ প্রকাশিত হয়। তাতে এলাকাবাসী অভিযোগ করেন- স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করে বিএনপি নেতারা অবৈধভাবে বালু উত্তোলন করছে।

আমলযোগ্য ফৌজদারী অপরাধ সংঘটিত হওয়ার পর ও থানা মামলা না করায় আদালত এই আদেশ দেন মর্মে আদালত আদেশে উল্লেখ করেছেন।

ঢাকার ধামরাই আমলি আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. জুনাইদ আজ শুক্রবার (২১ মার্চ) এ আদেশ দেন।

আদেশের বিষয়টি নিশ্চিত করে সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মোঃ আবদুল্লাহ আল মামুন এই প্রতিবেদকে জানান, অবৈধভাবে বালু উত্তোলন এর ঘটনায় আদালত পত্রিকায় প্রকাশিত সংবাদ আমলে নিয়ে পুলিশ সুপার, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন ঢাকাকে সংবাদে উল্লেখিত ঘটনার বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছেন।



Source link

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *