পদত্যাগপত্র জমা দিয়েছেন সিনিয়র জেলা জজ বিকাশ কুমার সাহা


আইন মন্ত্রণালয়ের সাবেক যুগ্মসচিব (প্রশাসন) সিনিয়র জেলা জজ বিকাশ কুমার সাহা পদত্যাগপত্র জমা দিয়েছেন।

আইন মন্ত্রণালয়ের সচিব বরাবর সোমবার (১০ মার্চ) তিনি এই পদত্যাগপত্র জমা দেন।

পদত্যাগপত্রে তিনি আগামী ১০ এপ্রিল থেকে স্বেচ্ছায় অবসরে যাওয়ার আবেদন জানিয়েছেন।

মন্ত্রণালয়ের প্রভাবশালী এই কর্মকর্তাকে গত ৫ আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর তার দায়িত্ব থেকে সরিয়ে মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়।

আরও পড়ুনদুর্নীতিবাজ বিচারক খুঁজছে বিশেষ কমিটি, ৩ জনকে শোকজ

পদত্যাগপত্রে তিনি লিখেছেন, ‘আমি নিম্নস্বাক্ষরকারী ১৯৯৪ সালের ২৫ এপ্রিল তারিখে সহকারী জজ পদে যোগদান করে নিয়মিত পদোন্নতিপ্রাপ্ত হয়ে বর্তমানে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগে সংযুক্ত কর্মকর্তা (সিনিয়র জেলা জজ) হিসেবে কর্মরত আছি।’

‘বর্তমানে আমার চাকরিকাল ২৫ বছরের ঊর্ধ্বে। আমি ব্যক্তিগত কারণে সরকারি চাকরি আইন, ২০১৮ এর ধারা ৪৪ অনুযায়ী আগামী ১০ এপ্রিল ২০২৫ থেকে সরকারি চাকরি হতে ঐচ্ছিক অবসর গ্রহণ করতে ইচ্ছুক।’

এর আগে গত ২ মার্চ শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে একটি শোকজ নোটিশ দেয় মন্ত্রণালয়।



Source link

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *