নিষিদ্ধ পলিথিন জব্দ, ৫ দোকানিকে জরিমানা


ক্ষতিকর ও নিষিদ্ধ ঘোষিত পলিথিনের বিরুদ্ধে বরগুনা শহরে অভিযান চালিয়েছে স্পেশাল ম্যাজিস্ট্রেট কোর্ট (পরিবেশ আদালত)। অভিযানকালে বরগুনা বাজার এলাকায় বিভিন্ন দোকান থেকে নয় কেজি পলিথিন ব্যাগ জব্দ করা হয়েছে।

গত বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকেল ৫টা থেকে এই অভিযান পরিচালনায় নেতৃত্ব দেন স্পেশাল ম্যাজিস্ট্রেট (পরিবেশ আদালত) ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এস, এম, শরিয়ত উল্লাহ।

অভিযানের সময় বরগুনা থানা পুলিশ, নৌবাহিনীর সদস্য ও পরিবেশ দপ্তরের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, বর্তমান সরকার সারাদেশে পলিথিন ও পলিপ্রপিলিন শপিং ব্যাগ উৎপাদন, মজুত, পরিবহন, বিপণন নিষিদ্ধ ঘোষণা করেছে। সরকারের এ উদ্যোগ কে কার্যকর ও ফলপ্রসূ করার লক্ষ্যে বিচার বিভাগ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে।

এদিন অভিযান চালিয়ে পরিবেশের জন্য ক্ষতিকর ও নিষিদ্ধ ঘোষিত পলিথিন বিক্রির অপরাধে পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ অনুযায়ী ৫টি মামলার বিপরীতে ৫ ব্যবসায়ীকে ১২ হাজার টাকা অর্থদণ্ড করা হয় এবং ৯ কেজি পলিথিন জব্দ করা হয়েছে।

সরকারের উদ্যোগকে সফল করতে এবং জনস্বার্থে বিচার বিভাগ কর্তৃক মোবাইল কোর্ট কার্যক্রম চলমান থাকবে বলে সংশ্লিষ্টরা ল’ইয়ার্স ক্লাব বাংলাদেশ ডটকমকে নিশ্চিত করেন।



Source link

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *