দুদকের মামলায় ফালু খালাস, আদালত বললেন ‘অভিযোগ প্রমাণ হয়নি’
অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের মামলায় বিএনপি চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা মোহাম্মদ মোসাদ্দেক আলী ফালু খালাস পেয়েছেন।
আজ রোববার (১৩ এপ্রিল) ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক আব্দুল্লাহ আল মামুন এ রায় ঘোষণা করেন।
রায়ে বিচারক বলেন, “আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হয়নি। তিনি সম্পদের বিবরণী দাখিল করেছেন। যদি তার কোনো অবৈধ সম্পদ থাকত, তবে তা অবরুদ্ধ করার পদক্ষেপ নেওয়া উচিত ছিল। কিন্তু তা করা হয়নি। তাই তাকে মামলাটি থেকে খালাস দেওয়া হলো।”
দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে পাবলিক প্রসিকিউটর মীর আহমদ আলী সালাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপন করার মামলার মোসাদ্দেক আলী ফালুকে খালাস দিয়েছেন আদালত।
রায়ের দিন আদালতে স্ত্রীসহ উপস্থিত ছিলেন মোসাদ্দেক আলী ফালু। রায় ঘোষণার পর তাকে হাস্যোজ্জ্বল অবস্থায় দেখা যায় এবং তিনি নেতাকর্মীদের শুভেচ্ছা গ্রহণ করেন। তবে সাংবাদিকদের কোনো বক্তব্য দেননি তিনি।
সাবেক সংসদ সদস্য ফালুর বিরুদ্ধে ২০০৭ সালের ৮ জুলাই মতিঝিল থানায় মামলা দায়ের করেন দুদকের তৎকালীন সহকারী পরিচালক রহিমা সুলতানা। এরপর ২০১৮ সালের ২৭ আগস্ট আদালত মামলার অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর নির্দেশ দেন। কিন্তু সাক্ষ্যগ্রহণ শুরু হয় দীর্ঘ পাঁচ বছর পর, ২০২৩ সালের ১ ফেব্রুয়ারি। অবশেষে সাক্ষ্য ও যুক্তিতর্ক শেষে আজ আদালত রায় দেন।
মামলার অভিযোগপত্রে বলা হয়, দুদকের সম্পদ বিবরণী জমা দেওয়ার নোটিশ পাওয়ার পর ২০০৭ সালের ১ মার্চ মোসাদ্দেক আলী ফালু তার আইনজীবীর মাধ্যমে হিসাব দাখিল করেন। তদন্তে দেখা যায়, তার ঘোষিত আয়ের সঙ্গে সঙ্গতিহীন ৪৫ কোটি ৬৬ লাখ ৮ হাজার ৮৬৬ টাকার সম্পদ রয়েছে এবং তিনি ১০ কোটি ৬০ লাখ ৪২ হাজার ৫১৪ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন বলে অভিযোগ ওঠে।
Leave a Reply