ঢাকা আইনজীবী সমিতিতে অ্যাডহক কমিটি গঠন


শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর থেকে ঢাকা আইনজীবী সমিতির নির্বাচিত ২৩ কর্মকর্তা আদালতে না আসায় এবং সমিতির সব কার্যক্রম বন্ধ হওয়ার উপক্রম হওয়ায় অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে।

আজ মঙ্গলবার (১৩ আগস্ট) ঢাকা আইনজীবী সমিতির চতুর্থ তলায় এক জরুরি সভা ডাকেন সিনিয়র আইনজীবী আনোয়ার হোসেন চাঁদ।

সভায় অ্যাডহক কমিটি গঠন করেন বিএনপি-জামায়াত সমর্থিত আইনজীবীরা। গত নির্বাচনে পরাজিত সভাপতি প্রার্থী অ্যাডভোকেট খোরশেদ মিয়া আলম ও সাধারণ সম্পাদক পদে পরাজিত প্রার্থী সৈয়দ নজরুল ইসলামসহ ২৩ পরাজিত প্রার্থীকে অ্যাডহক কমিটির সদস্য করার প্রস্তাব করা হয়। সভায় তা সর্বসম্মতিক্রমে পাস হয়।

আরও পড়ুন: স্বৈরশাসকের পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে রিট

এ কমিটির অন্য সদস্যরা হলেন অ্যাডভোকেট আবদুর রাজ্জাক, সহিদুজ্জামান, আবদুর রশীদ মোল্লা, জহিরুল হাসান, সৈয়দ মো. মইনুল হোসেন, মাহবুব হাসান, নার্গিস পারভীন, নূরজাহান বেগম, আনোয়ারুল ইসলাম, মোবারক হোসেন, মো. মাজহারুল ইসলাম, আলী মোরতুজা, গাজী তানজিল আহমেদ, মো. আনোয়ার হোসেন, মো. আসিফ, জাবেদ হোসেন, খলিলুর রহমান, মো. সামসুজ্জামান, মোহাম্মাদ আলী, মুক্তা বেগম ও রেজাউল হক।



Source link

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *